Crow: কাক অস্বাভাবিক ডাকাডাকি করছে? কারও মৃত্যুখবর এনেছে? যা বলছে শাস্ত্র
- Published by:Rukmini Mazumder
Last Updated:
advertisement
1/4

কথিত আছে, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়! সেই মতো জানানও দেয়। কাক দেখা কখন শুভ? কখন আবার মারাত্মক অশুভ? পড়ুন কী বলছে শাস্ত্র
advertisement
2/4
এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ! আপনার কোনও বড় সর্বনাশ হতে চলেছে। কোনও বাড়ির ছাদে অনেক কাক চেঁচামিচি করলে বুঝতে হবে সেই পরিবারের অশুভ সময় আসছে। অনেকের মধ্যে বিশ্বাস, কাক মৃত্যুখবর নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সর্বনাশ! শরীর খারাপে ভুগতে হবে, প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হবেন।
advertisement
3/4
কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির শরীরের অংশ ছুঁয়ে গেলে অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। শীঘ্রই প্রচুর টাকা আপনার হাতে আসবে। কিন্তু কাক যদি ওড়ার সময় মাথা ছুঁইয়ে যায়, তা হলে সাবধান! মারাত্মক শরীর খারাপ করবে, আর্থিক অনটনে জীবন ছাড়খাড় হয়ে যাবে।
advertisement
4/4
কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ, আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা পাবেন। পাশাপাশি, কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উঠে যেতে দেখাও শুভ সংকেত। আপনি শীঘ্রই অর্থ লাভ করবেন। বলা হয়, দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পাওয়া শুভ।