TRENDING:

Cracked Heels Treatment: রান্না ঘরের এই মশলাতেই দূর হবে ফাটা গোড়ালি! কী করতে হবে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
Cracked Heels Treatment: গোড়ালি ফাটাকে পাকাপাকি ভাবে গুডবাই বলুন! রান্নাঘরের এই মশলা একাই একশো! রাতারাতি ফল পাবেন!
advertisement
1/5
রান্না ঘরের এই মশলাতে রাতারাতি দূর হবে ফাটা গোড়ালি! জানুন কী করতে হবে
শীতকালেই প্রত্যেকেই শারীরিক নানা সমস্যা নিয়ে চিন্তায় থাকেন। ঠোঁট, গাল ফাটার পাশাপাশি শীতের সময় পায়ের গোড়ালি ফাটে বিভিন্ন জনের। শীতকালে পায়ের যত্ন নিয়ে চিন্তিত থাকেন? শীতে পা ফাটাকে ভয়? ঘরোয়া জিনিসে নাম মাত্র খরচে এই উপায়ে দূরে রাখুন সমস্যা। পা ফাটা সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে তা সবিস্তারে তুলে ধরলেন মেকআপ আর্টিস্ট মলি হড়।photo source collected
advertisement
2/5
বহু খরচ করে ক্রিম বা পার্লারে গিয়ে সমাধান নয়। নামমাত্র খরচে, বাড়িতে থাকা নানান উপাদান দিয়ে সহজেই পা ফাটা রোধ করা যাবে। প্রয়োজন হবে না দামি দামি ওষুধ কিংবা ক্রিমের। সহজলভ্য কয়েকটি উপাদান দিয়েই আপনি সুন্দর রাখতে পারেন আপনার পায়ের পাতা। শীতকালের উত্তরে হাওয়া আর শুষ্ক আবহাওয়ার হাত ধরে আসা যে সব সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় প্রায় বেশিরভাগ মানুষকে, পা ফাটা তার অন্যতম। অনেকেরই সারা বছর কম-বেশি পা ফাটে। photo source collected
advertisement
3/5
তবে শীতে যেন এই কষ্ট লাগামছাড়া। পায়ের পাতার তলদেশে এর প্রভাব সবচেয়ে বেশি। পা ফেটে চামড়া উঠে যাওয়ার সমস্যা যেমন থাকে, তেমন অনেকের আবার রক্তও বের হয়। তবু রূপচর্চায় পায়ের পাতাকেই সবচেয়ে বেশি অবহেলা করেন সকলে। অথচ সারা বছর সামান্য যত্নেই পায়ের তলা আরামে থাকে। শীতেও এই যত্নের বিনিময়েই পা থাকতে পারে নরম ও মসৃণ। photo source collected
advertisement
4/5
পেঁয়াজ, খাবার সোডা, শ্যাম্পু, হলুদ গুঁড়োতেই মিলবে সমস্যার সমাধান। প্রথমে একটি পাত্রে অর্ধেক পেঁয়াজ বাটা নিতে হবে। এতে মেশাতে হবে সামান্য পরিমাণ খাবার সোডা। এরপর সামান্য হলুদ গুড়ো এবং শ্যাম্পু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি যত্ন সহকারে লাগাতে হবে পায়ের পাতায়।photo source collected
advertisement
5/5
কিছুক্ষণ পর তা ধুয়ে পা পরিষ্কার করে, অপর একটি মিশ্রণ লাগাতে হবে। সেই মিশ্রণ তৈরি করতে প্রয়োজন আর অর্ধেকটা পেঁয়াজের বাটা, সামান্য সরষের তেল হালকা গরম করে নিতে হবে, সামান্য কাঁচা হলুদের গুঁড়ো এবং ভেসলিন। তৈরি করা মিশ্রণ এরপর পায়ে লাগিয়ে দিতে হবে। প্রসঙ্গত শীতের সময় বেশ কয়েকদিন ঘরোয়া উপায়ে এই মিশ্রণ তৈরি করে লাগালে রেহাই পাওয়া যাবে পা ফাটা থেকে। মিলবে সুরাহা। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cracked Heels Treatment: রান্না ঘরের এই মশলাতেই দূর হবে ফাটা গোড়ালি! কী করতে হবে? জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল