Cracked Heels Cause: গোড়ালি কেন ফাটে জানেন? শুধু শীতের সমস্যা নয়! হতে পারে জটিল রোগও! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Cracked Heels Cause: গোড়ালি ফাটা কিন্তু শুধু মাত্র শীতের জন্য বা ত্বকের সমস্যা নয়! শরীরে জটিল রোগের ইঙ্গিত হতে পারে এই পা ফাটা! এখুনি জানুন
advertisement
1/6

শীতকাল এলেই পা ফাটে! গোড়ালি ফাটার সমস্যায় জেরবার জীবন! কিন্তু জানেন কী এই গোড়ালি ফাটার কারণ কিন্তু সব সময় শীতকাল নয়! বা ত্বকের সমস্যা নয়! পা ফাটার কারণ হতে পারে শরীরের জটিল রোগ! যা হয়ত আপনি জানেনই না! (photo source collected)
advertisement
2/6
পা ফাটার একটি কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর ফলে ফেটে যায় পায়ের গোড়ালি! (photo source collected)
advertisement
3/6
জলশূন্যতা পা ফাটার কারণ। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম জল পান করা কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘ ক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যেতে পারে! শরীরের জলের ঘাটতি হলে কিন্তু অন্য রোগ বাসা বাঁধতে পারে! (photo source collected)
advertisement
4/6
এক্সিমা এমন এক ধরনের ত্বকের রোগ যার প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। এর ফলে ফেটে যায় পায়ের গোড়ালি! সারাবছর কিন্তু এই পা ফাটা দেখা যেতে পারে! (photo source collected)
advertisement
5/6
সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। তবে ক্ষেত্র বিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও! তাই পা ফাটা যদি দীর্ঘদিন স্থায়ী হয়! কিছুতেই না যায়, দেরি না করে ডাক্তার দেখাতে হবে! (photo source collected)
advertisement
6/6
শরীরে ডায়াবেটিস থাকলেও কিন্তু পা ফাটার সমস্যা বাড়তে পারে! আর যাদের ডায়াবেটিস আছে আগে থেকেই তাদের ক্ষেত্রে কিন্তু গোড়ালি ফাটলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে!(photo source collected)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cracked Heels Cause: গোড়ালি কেন ফাটে জানেন? শুধু শীতের সমস্যা নয়! হতে পারে জটিল রোগও! জানুন