TRENDING:

Cracked Heel Care: কাঁড়ি কাঁড়ি টাকায় নামিদামি প্রোডাক্ট ফেল? ফাটা গোড়ালির যত্নে ধন্বন্তরি 'এই' ঘরোয়া 'উপায়'

Last Updated:
Cracked Heel Care: পায়ের যত্নের জন্যে অনেকেই নামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু লাভ কী হয় তেমন? এক্ষেত্রে কিন্তু দারুন কাজে দেয় কিছু ঘরোয়া উপায় যা দিতে পারে চমকে দেওয়া ফল।
advertisement
1/7
কাঁড়ি কাঁড়ি টাকায় নামিদামি প্রোডাক্ট ফেল? ফাটা গোড়ালির যত্নে ধন্বন্তরি এই উপায়!
শীতকাল মানে যেমন কমলালেবু থেকে নলেন গুড় তেমনই শীতকাল মানেই কিন্তু পা ফেটে একেবারে চৌচির হয়ে যায়। পায়ের যত্নের জন্যে অনেকেই নামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু লাভ কী হয় তেমন? এক্ষেত্রে কিন্তু দারুন কাজে দেয় কিছু ঘরোয়া উপায় যা দিতে পারে চমকে দেওয়া ফল।
advertisement
2/7
নরম হয়ে যাওয়া কলাকে যদি ফেলে দেন, তাহলে একেবারেই ফেলে দেবেন না, ব্যবহার করুন ফেটে যাওয়া পায়ের যত্নের জন্য। এছাড়াও ব্যবহার করতে পারেন পাতিলেবু এবং অ্যালোভেরা জেল। তাই আর দেরি না করে চটপট ওভাবে পাতায় দেখে নিন কিভাবে নরম হয়ে যাওয়া কলা, অ্যালোভেরা জেল এবং পাতিলেবু নিয়ে যত্ন নেবেন আপনার সুন্দর পায়ের।
advertisement
3/7
১) পাকা কলা – পাকা কলা দিয়ে ত্বকের যত্ন করতে পারেন বিশেষ করে ফেটে যাওয়া গোড়ালির যত্নে ব্যবহার করুন পাকা কলা। পাকা কলাকে খুব ভালো করে চোখে দিয়ে গোড়ালির ওপরে লাগিয়ে অন্তত আধঘণ্টার রেখে দিন।
advertisement
4/7
পাকা কলার সঙ্গে যদি প্রয়োজন মনে করেন মিশিয়ে নিতে পারেন, সামান্য কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন, তাহলে কিন্তু পা ফাটার সমস্যা একেবারে চলে যাবে। তাই আর দেরি না করে, একবার ট্রাই করে দেখতে পারেন এই ঘরোয়া উপায়টি।
advertisement
5/7
২) পাতিলেবুর রস – শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কম দামে পাতি লেবু কিনতে পাওয়া যায়, পাতিলেবু ভালো করে ঘষতে পারেন, এতে পা সুন্দর পরিষ্কার থাকবে এবং সাথে সাথে ফাটার সমস্যা অনেকখানি চলে যাবে।
advertisement
6/7
৩) অ্যালোভেরা জেল – অ্যালোভেরা জেল ত্বক সুন্দর নরম এবং ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে যদি সামান্য পরিমাণে গ্লিসারিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন, তাহলে পা ফাটার সমস্যা চিরতরে ঠিক হয়ে যাবে।
advertisement
7/7
সতর্কীকরণ– এখানে উল্লেখিত কোনও উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনও রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cracked Heel Care: কাঁড়ি কাঁড়ি টাকায় নামিদামি প্রোডাক্ট ফেল? ফাটা গোড়ালির যত্নে ধন্বন্তরি 'এই' ঘরোয়া 'উপায়'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল