TRENDING:

Seasonal Flu Vs COVID-19: করোনা না কি ফ্লু, অ্যালার্জি না কি ঠান্ডা লাগা - কী হয়েছে আপনার কী করে বুঝবেন

Last Updated:
কী হয়েছে আপনার কী করে বুঝবেন জেনে নিন
advertisement
1/8
করোনা না কি ফ্লু, অ্যালার্জি না কি ঠান্ডা লাগা - কী হয়েছে আপনার কী করে বুঝবেন
আরও ভয়ানক হতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। এর হাত থেকে বাঁচতে একমাত্র সতর্কতাকেই ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক, স্যানিটাইজারকে সবসময়ের সঙ্গী করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সহজেই তাঁদের কাবু করছে কোভিড-১৯। করোনা ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ নাও দেখা দিতে পারে। দু থেকে তিন সপ্তাহের মধ্যে করোনার উপস্থিতি টের পাওয়া যায়। এইসময়ই করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়িয়ে পড়তে পারে।
advertisement
2/8
করোনা ভাইরাসের সঙ্গে আর পাঁচটা সর্দি কাশির প্রাথমিক উপসর্গ খুব কিছু আলাদা না। গলা ব্যথা, মাথা ব্যথা, হাঁচি-কাশি গা ম্যাজম্যাজ সাধারণ জ্বরেও হয়। কিন্তু করোনার ক্ষেত্রে জ্বর খুব বাড়বে, দেহের তাপমাত্রা ১০৩-১০৪-এ উঠে যেতে পারে। গলা ব্যথা বাড়বে। শুকনো কাশি এবং শ্বাসকষ্ট হলে তবে তা চিন্তার বিষয়
advertisement
3/8
ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে।
advertisement
4/8
গলা ব্যথা-গলা ব্যথা কোভিডের নতুন উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গলা ফোলা, চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/8
ক্লান্তি-জ্বরজ্বর ভাব, গলা ব্যথা রয়েছে কি না, আগে খেয়াল রাখতে বলছিলেন চিকিৎসকেরা। এ বার আরও অনেক অচেনা উপসর্গ দেখা যাচ্ছে। যেগুলোর কিছুই গত বার ছিল না।
advertisement
6/8
পেশীতে ব্যথা হচ্ছে। দিন কয়েক তেমন চলার পরে তা হয়তো একটু বাড়ল। বমি বমি ভাবও হতে পারে করোনার লক্ষণ। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে আচমকাই বদলে যাচ্ছে জিভের রঙ। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়। পাশাপাশি মুখের ভিতর সমস্যা অনুভুতি হচ্ছে।
advertisement
7/8
জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা তৈরি হচ্ছে নতুন স্ট্রেনে আক্রান্ত হলে। মুখের ভিতর গালের উপর ঘা, ঠোঁটে ক্ষতের মতো ঘা, হলে সাবধান হন। ভিটামিনের অভাবে নয়, হয়ে পারে আপনি করোনা আক্রান্ত হয়েছেন। মুখের ভিতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে? ঠোঁট শুকিয়ে গিয়ে ফী যাচ্ছে? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঘন ঘন? তা হলে আপনার করোনা সংক্রামিত হওয়ার সম্ভচাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
8/8
সর্দিকাশি জ্বরের সঙ্গে যদি অন্য কোনও একটি উপসর্গও দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকরে পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Seasonal Flu Vs COVID-19: করোনা না কি ফ্লু, অ্যালার্জি না কি ঠান্ডা লাগা - কী হয়েছে আপনার কী করে বুঝবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল