Covid 19 New Symptoms:হঠাৎ খুব চুল পড়ছে? কানে কম শুনছেন? করোনার নয়া উপসর্গগুলি জেনে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
করোনার নয়া উপসর্গগুলি জেনে নিয়ে আগেভাগে সতর্ক হন
advertisement
1/4

দেশে করোর গ্রাফ ওঠানামা চলছেই! গত ১৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৭১০, ২ সপ্তাহ আগে সংখ্যাটা ছিল সামান্য বেশি, ২৮৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাআয় মৃত ১৪ কিন্তু ২ স্পাট আগে সেই সংখ্যাটা ছিল অনেকটাই কম, ৯। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০। ইতিমধ্যেই দেশে ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছিল, কিছুদিন যেতে না যেতেই হদিশ মিলেছে বিএ.৫ প্রজাতির। এই ভাইরাস যে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে, এই বিষয়টি নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। এরমধ্যেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন ৩ উপসর্গ নিয়ে--
advertisement
2/4
শ্রবণশক্তি হ্রাস-- শ্রবণশক্তি হ্রাসও কোভিডের অন্যতম একটি লক্ষণ হতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, কোভিডে আক্রান্ত প্রায় ৩.১ শতাংশর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।
advertisement
3/4
চুল পড়া-- করোনার আগের ৩টে ওয়েভে দেখা গিয়েছে, করোনার পরবর্তী উপসর্গ হিসেবে অনেকের চুল পড়ছিল। কিন্তু বর্তমানে, করোনার নয়া উপসর্গ দেখা যাচ্ছে আক্রান্তের ব্যাপক হারে চুল পড়ছে
advertisement
4/4
ত্বকের ক্ষত-- ত্বকে ফুসকুড়ি, চুলকানি, র্যাশ, লাল হয়ে যাওয়াও কোভিডের লক্ষণ হতে পারে। এ ছাড়া পায়ের আঙুলে লাল হয়ে যাওয়া, ফোস্কা, ফুলে যাওয়ার মতো কোনও উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের দ্বারস্থ হন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Covid 19 New Symptoms:হঠাৎ খুব চুল পড়ছে? কানে কম শুনছেন? করোনার নয়া উপসর্গগুলি জেনে নিন