Covid 19 infection : একাধিকবার করোনায় আক্রান্ত হলে সারাজীবন ভুগতে হবে জটিল রোগে? আশঙ্কার কথা শোনাল WHO
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Covid 19 infection : দুবার থেকে চার-পাঁচ বার করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষও আছেন। এদের জন্য দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
advertisement
1/8

অনেকেই আছেন যাঁরা একবার নয়। একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন। দুবার থেকে চার-পাঁচ বার করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষও আছেন। এদের জন্য দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
advertisement
2/8
প্রথম দিকে মনে করা হচ্ছিল, যে মানুষ কোভিড থেকে সেরে উঠছে তার শরীরে করোনার সঙ্গে লড়াই করার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। ফলে পরবর্তীতে তিনি সুরক্ষিত থাকছেন। কিন্তু সম্প্রতি হু অন্য কথাই জানাচ্ছে।
advertisement
3/8
হু-এর পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু ভাইরাসের ভিন্ন ভেরিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে, তাই সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। ভাইরাসটি প্রতি মুহূর্তে রূপ বদল করছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না। এবং বার বার সংক্রমণ হচ্ছে।
advertisement
4/8
এও বলা হচ্ছে, যার যত বেশি বার কোভিড সংক্রমণ হচ্ছে, তার শারীরিক অবস্থা তত খারাপ হচ্ছে এবং লং কোভিডের আশঙ্কা বেড়ে যাচ্ছে। লং কোভিডে আক্রান্ত হলে মাসের পর মাস ভুগতে হতে পারে একজনকে।
advertisement
5/8
লং কোভিড হল করোনারই উপসর্গগুলি বার বার ফিরে ফিরে আসা। টানা চার সপ্তাহ বা তার বেশি সময় যদি উপসর্গ থেকে যায় তাহলেই তাকে লং কোভিড বলা হচ্ছে।
advertisement
6/8
যেমন ক্লান্তিবোধ, মনোযোগের অভাব, হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, গা হাত পায়ে ব্যথা, কাশি ইত্যাদি যদি হতেই থাকে তাহলে বুঝতে হবে একজন লং কোভিডে আক্রান্ত।
advertisement
7/8
প্রতিদিনের কাজের ক্ষমতা কমিয়ে দিতে পারে এই লং কোভিড। ভিতর থেকে শরীরকে আরও দুর্বল করে তুলছে। বিশেষ করে যাঁরা ভ্যাকসিন নেননি এবং যাঁদের বয়স বেশি তাঁদের নিয়েই সতর্ক করেছে হু।
advertisement
8/8
এমনকি একাধিকবার কোভিডে আক্রান্ত হলে, সারা জীবনের মতো শরীরে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কারণ ঠিক মতো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে না শরীরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Covid 19 infection : একাধিকবার করোনায় আক্রান্ত হলে সারাজীবন ভুগতে হবে জটিল রোগে? আশঙ্কার কথা শোনাল WHO