Couple Life Goals: সংসারে শান্তি ফেরাতে স্বামীর পাশে শোওয়ার ধরন দারুণ গুরুত্বপূর্ণ, জ্যোতিষবিদের পরামর্শেই আনুন প্রেমের জোয়ার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Couple Life Goals: দাম্পত্য জীবনে বাড়ছে অশান্তি? সহজ এই বাস্তু টোটকায় ফিরবে টান! জানুন কী বলছেন জ্যোতিষীরা৷
advertisement
1/5

সুখী বিবাহিত জীবন যাপনের জন্য, একটি দম্পতি তাঁদের শয়নকক্ষ উত্তর বা উত্তর-পশ্চিমে করতে পারেন, এই দিকে বেডরুম থাকলে তাঁদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়, যা জীবনে প্রেম বজায় রাখবে।
advertisement
2/5
স্বামী এবং স্ত্রীর ঘরের বিছানা উত্তর-পূর্ব দিকে রাখা এড়িয়ে চলা উচিত। বাস্তু অনুসারে, উত্তর-পূর্ব দিকের অধিপতি বৃহস্পতি, যা যৌন সম্পর্কের ক্ষেত্রে উৎসাহের অভাব নিয়ে আসে। যার ফলে বিবাহিত জীবন নিস্তেজ হয়ে পড়ে।
advertisement
3/5
শাস্ত্র অনুযায়ী বিয়ের পর স্ত্রীকে সবসময় স্বামীর বাঁ পাশে ঘুমাতে হয়। কোনও ভাবেই স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমনো উচিৎ নয়। যদি ঘুমানোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন তা হলে সংসারে সুখ সমৃদ্ধি নষ্ট হয়।
advertisement
4/5
সকলেরই ঘুমানোর সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। ঘরের প্রধান দরজার দিকে পা রেখে ঘুমাতে নেই। উত্তর দিকে মাথা রেখে ঘুমোনোও উচিত নয়। সবথেকে ভাল হল ঘরের দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো। এতে সংসারের নানা সমস্যা থেকে মুক্তি মেলে।
advertisement
5/5
শাস্ত্রে বলা হয়েছে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রীকে ডান পাশে রাখার পাশাপাশি পার্থিব কাজেও স্ত্রীর বাঁ দিকে থাকা শুভ বলে মনে করা হয়। স্ত্রীকে খাবার গ্রহণের সময়, ঘুমানোর সময়, প্রণামের সময় বাঁ দিকে থাকতে হবে। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। Input- Susmita Goswami
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Couple Life Goals: সংসারে শান্তি ফেরাতে স্বামীর পাশে শোওয়ার ধরন দারুণ গুরুত্বপূর্ণ, জ্যোতিষবিদের পরামর্শেই আনুন প্রেমের জোয়ার