TRENDING:

Couple: প্রাক্তনের কাছে ফিরে যেতে মন চাইছে? দ্বিতীয়বার 'ভুল' করার আগে ভেবে সিদ্ধান্ত নিন

Last Updated:
কিন্তু প্রাক্তনের কাছে অনেকেই ফিরে যাওয়ার কথা ভাবেন। তবে সেক্ষেত্রে পুরনো সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর আগে চিন্তাভাবনা করা জরুরি। আসলে সবার প্রথমে আগের বারের বিচ্ছেদের মূল কারণগুলি কী কী, সেটা ভাবতে হবে।
advertisement
1/8
প্রাক্তনের কাছে ফিরে যেতে মন চাইছে? দ্বিতীয়বার 'ভুল' করার আগে ভেবে সিদ্ধান্ত নিন
ব্রেক-আপ করা বা প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়া কিন্তু সহজ নয়। তবে আবার প্রাক্তনের কাছে ফিরে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্ককে জুড়ে নেওয়া কিন্তু তার থেকে আরও কঠিন। কিন্তু প্রাক্তনের কাছে অনেকেই ফিরে যাওয়ার কথা ভাবেন। তবে সেক্ষেত্রে পুরনো সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর আগে চিন্তাভাবনা করা জরুরি।
advertisement
2/8
আসলে সবার প্রথমে আগের বারের বিচ্ছেদের মূল কারণগুলি কী কী, সেটা ভাবতে হবে। কারণ ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে আবারও একই আঘাত পাওয়ার কোনও মানে হয় না। তাই নিজের প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করা জরুরি। সেগুলিই জেনে নেওয়া যাক।
advertisement
3/8
বিভিন্ন কারণে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। আসলে সম্পর্কে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসে। সেক্ষেত্রে তর্কাতর্কি তৈরি হতে পারে। যার জেরে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। পুরনো সম্পর্ক জোড়া লাগানোর আগে প্রথমবার কী ভুল হয়ে গিয়েছিল, তা বুঝতে হবে। দ্বিতীয় পর্যায়ে সম্পর্কের ক্ষেত্রে দুজনের ভূমিকা কী ছিল, সেটা ঝালিয়ে দেখতে হবে।
advertisement
4/8
ব্রেক-আপের পর মানুষটিকে মিস করা কিংবা সম্পর্কের অভ্যাস বা আরামটা মিস করা স্বাভাবিক। আসলে দীর্ঘ সময় ধরে প্রাক্তন সঙ্গীর উপর নির্ভরশীলতার কারণে একাকীত্বে ভুগতে পারেন যে কেউ। তবে সঙ্গীকে মিস করার আসল কারণটা কী, সেটাই আগে খুঁজে বার করতে হবে।
advertisement
5/8
সম্পর্কটা সফল করতে হলে দুতরফের অবদানই জরুরি। সম্পর্ক বজায় রাখার জন্য অন্যের উপর জোর দেওয়া উচিত নয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলা জরুরি, সেটা একতরফা হলে চলবে না। আসলে সম্পর্ক তখনই সফল হবে, যখন দুদিক থেকেই একটা ভারসাম্য বজায় থাকবে।
advertisement
6/8
অনেক সময় এমনও হাতছানি আসবে যে, উল্টো দিকের মানুষটা বলতে পারেন, এবার সব কিছু ঠিক থাকবে। এটা কিন্তু যথেষ্ট নয়। এই আশ্বাসের উপর ভিত্তি করে এটা ভাবার কোনও কারণ নেই যে, পুরনো ঝামেলা আবার মাথাচাড়া দিয়ে উঠবে না। তাই সেই বিষয়টাতেও নিশ্চিত হয়ে নিতে হবে।
advertisement
7/8
ভবিষ্যৎ সুরক্ষিত এবং ভাল করার পরিকল্পনার করা কিন্তু অতীতের বিষয়ে ভাবার মতোই গুরুত্বপূর্ণ। একবার যদি বিশ্বাসভঙ্গ হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা এবং ভরসা আর বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
advertisement
8/8
তবে সব কিছুর মধ্যে জরুরি হল, নিজের সুখ আর আনন্দ। তাই পুরনো সম্পর্কে ফেরার আগে নিজের সুখ-শান্তির কথা ভাবা জরুরি। তাই সঠিক সিদ্ধান্ত নিয়েই এগিয়ে যেতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Couple: প্রাক্তনের কাছে ফিরে যেতে মন চাইছে? দ্বিতীয়বার 'ভুল' করার আগে ভেবে সিদ্ধান্ত নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল