Cough and Cold in Babies:বাচ্চার সর্দি-কাশি হলে এই খাবারগুলো ভুলেও খাওয়াবেন না, আরও ঠাণ্ডা লাগবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাচ্চা যদি সর্দি-কাশিতে ভোগে তবে এই খাবারগুলো ভুলেও খাওয়াবেন না, আরও বেশি ঠাণ্ডা লাগবে
advertisement
1/6

দেরীতে হলেও অবশেষে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে! গত ২ দিন ধরে হাড়কাঁপানি ঠাণ্ডা! ঋতু পরিবর্তণ ও আচমকা ঠাণ্ডা পড়ায় অনেক সময়েই শিশুরা সর্দি-কাশিতে ভোগে। এই সময় শিশুদের খাবারের প্রতি বিশেষ নজর দিন। বাচ্চা যদি সর্দি-কাশিতে ভোগে তবে এই খাবারগুলো ভুলেও খাওয়াবেন না, আরও বেশি ঠাণ্ডা লাগবে
advertisement
2/6
গরুর দুধ- ১ বছরের পর শিশুকে গরুর দুধ খাওয়ানো উচিৎ, কিন্তু সর্দি-কাশি হলে গরুর দুধ খাওয়াবেন না। দুগ্ধজাত খাবার যেমন চিজ, পনির অথবা সোয়া মিল্ক খাওয়াতে পারেন।
advertisement
3/6
কিছু ফল: বাচ্চার সর্দি-কাশি হলে আঙুর, কলা, লিচু, তরমুজ, ডাব, কমলালেবু এড়িয়ে চলুন।
advertisement
4/6
কিছু সবজি: শসা, উচ্ছে, করলা, কুমড়ো শরীর ঠাণ্ডা করে। বাচ্চার ঠণ্ডা লাগলে এই সবজিগুলি খাওয়াবেন না।
advertisement
5/6
দই: দই শরীর ঠাণ্ডা করে। কাজেই সর্দি-কাশি বা ফুসফুসে সংক্রমণ হলে দই খাওয়াবেন না।
advertisement
6/6
চিনি ও মিষ্টি: খুব বেশি চিনি খাওয়া কারও জন্যই ভাল না! শিশুদেরও ঠাণ্ডা লাগলে চিনি অথবাআ মিষ্টি খাবার খাওয়াবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cough and Cold in Babies:বাচ্চার সর্দি-কাশি হলে এই খাবারগুলো ভুলেও খাওয়াবেন না, আরও ঠাণ্ডা লাগবে