অবিশ্বাস্য! COVID-19 হতেই বদলে গেল শিশুর 'চোখ'! আজব কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই ঘটেছে অদ্ভুত এই ঘটনা। রাতারাতি একটি ছ'মাসের শিশুর চোখের রঙ গাঢ় বাদামী থেকে উজ্জ্বল নীলে পরিবর্তিত হয়েছে। এমনটাই দাবি করা হচ্ছে।
advertisement
1/7

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই ঘটেছে অদ্ভুত এই ঘটনা। রাতারাতি একটি ছ'মাসের শিশুর চোখের রঙ গাঢ় বাদামী থেকে উজ্জ্বল নীলে পরিবর্তিত হয়েছে। এমনটাই দাবি করা হচ্ছে।
advertisement
2/7
পেডিয়াট্রিক্সের মেডিকেল জার্নাল ফ্রন্টিয়ারে প্রকাশিত একটি ঘটনা তোলপাড় করে দিচ্ছে গোটা বিশ্বকে। এই পত্রিকায় উল্লেখ করা হয়েছে থাইল্যান্ডের ওই শিশুটির মধ্যে একদিনের জন্য জ্বর এবং কাশির লক্ষণ দেখা যায়। এরপরেই তাকে COVID-19 আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়। সেইমতো শুরু হয় চিকিৎসা।
advertisement
3/7
থাই জনস্বাস্থ্য মন্ত্রক-অনুমোদিত অ্যান্টিভাইরাল চিকিত্সা অনুযায়ী হালকা থেকে মাঝারি উপসর্গযুক্ত শিশুদের জন্য নির্ধারিত চিকিৎসা স্বরূপ চিকিত্সক চিকিৎসা শুরু করেছিলেন।
advertisement
4/7
কিন্তু ১৮ ঘণ্টা পরে শিশুটির মা লক্ষ্য করেন শিশুটির চোখের রঙ পাল্টে গিয়েছে। চমকে যান তিনি। উদ্বিগ্ন মা অবিলম্বে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই তাকে অবিলম্বে চিকিত্সা বন্ধ করতে পরামর্শ দেয়। এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
advertisement
5/7
তবে সুখের বিষয় পাঁচ দিন পরই শিশুটির চোখের বিবর্ণতা ম্লান হয়ে যায়। শিশুর চোখ তার আসল রঙ ফিরে পায়। চিকিত্সকরাও শিশুটিকে পরীক্ষা করে দেখেন শিশুটির কর্নিয়া পরিষ্কার হয়ে গিয়েছে এবং আইরিস বা অগ্রবর্তী লেন্সের ক্যাপসুলের পৃষ্ঠ থেকে নীলাভ আভা চলে গিয়েছে।
advertisement
6/7
যদিও বিশেষজ্ঞরা এখনও চোখের মণি বিবর্ণ হওয়ার কারণ সম্পর্কে অবগত নন। তবে তাঁরা সন্দেহ করছেন ওষুধের বিপাক বা টাইটানিয়াম ডাই অক্সাইড এবং ইয়েলো ফেরিক অক্সাইডের মতো অতিরিক্ত ট্যাবলেট উপাদানগুলির কারণে ফ্লুরোসেন্স আলোর নির্গমনের কারণে হতে পারে।
advertisement
7/7
যদিও পরীক্ষা করে দেখা গিয়েছে এর ফলে শিশুটির দৃষ্টিশক্তির কোনওরকম ক্ষতি হয়নি এবং সফলভাবে COVID-19 উপসর্গ থেকে সেরে উঠেছে শিশুটি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অবিশ্বাস্য! COVID-19 হতেই বদলে গেল শিশুর 'চোখ'! আজব কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড়