Hate Coriander ধনেপাতা খেতে খুব খারাপ লাগে যাঁদের, তাঁরা ভাল করে পড়ুন! বিজ্ঞানসম্মত 'কারণ' রয়েছে এর পিছনেও!
- Published by:Tias Banerjee
Last Updated:
Hate Coriander। ধনেপাতা যাঁদের একেবারেই ভালো লাগে না, তাঁদের জন্য রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই গন্ধ-ঘৃণার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এক বিশেষ জিনের!
advertisement
1/8

ধনেপাতা খেতে অপছন্দ? খুঁতখুঁতে নন, পিছনে আছে বৈজ্ঞানিক কারণ! ধনেপাতা বিশ্বের নানা রান্নায় ব্যবহার করা হয়—কারি, স্যালাড, চাটনি—সব জায়গাতেই তার সজীব গন্ধ ও পুষ্টিগুণের জন্য এটি জনপ্রিয়। কিন্তু এক বড় অংশের মানুষ এই পাতা পছন্দ করেন না এবং এর স্বাদকে “সাবানের মতো” বা “রাসায়নিক” বলে বর্ণনা করেন।
advertisement
2/8
যাঁরা এমন অঞ্চলে বড় হয়েছেন যেখানে ধনেপাতা রান্নার অভ্যাসের অঙ্গ—দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড বা মেক্সিকোর মতো জায়গা—তাঁদের কাছে এই গন্ধ খুবই পরিচিত ও আরামদায়ক। ছোটবেলা থেকেই বারবার স্বাদ নেওয়ায় ধনেপাতার তীব্রতাকে সহজেই গ্রহণ করতে পারে তাঁরা।
advertisement
3/8
ধনেপাতা যাঁদের একেবারেই ভালো লাগে না, তাঁদের জন্য রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই গন্ধ-ঘৃণার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এক বিশেষ জিনের—OR6A2—যা কিছু মানুষের ঘ্রাণ-রিসেপটরকে অ্যালডিহাইড নামের একদল জৈব যৌগের প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তোলে। অ্যালডিহাইডই ধনেপাতার স্বতন্ত্র গন্ধের উৎস, আর একই যৌগ থাকে সাবান ও পরিষ্কারক দ্রব্যেও।
advertisement
4/8
গবেষকদের মতে, এই বিরূপ প্রতিক্রিয়া শুধুই রুচির বিষয় নয়, বরং জিনগত কারণও বড় ভূমিকা নেয়। OR6A2 জিনের উপস্থিতি ধনেপাতার অ্যালডিহাইড যৌগকে তীব্র ও অস্বস্তিকর করে তোলে। যাঁদের মা-বাবার ধনেপাতা অপছন্দ, তাঁদের সন্তানদের মধ্যেও সেই প্রবণতা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
5/8
একজন গবেষক বলেন, “ধনেপাতা কেন এত বিভাজন সৃষ্টি করে—এর উত্তর জিনেই লুকিয়ে। এটা শুধু রান্নার রুচি নয়, ইন্দ্রিয়-অনুভূতির সঙ্গেও জড়িত।” এই জিনধারীরা ধনেপাতার তাজা বা সাইট্রাসের মতো নোট অনুভব করতে পারেন না; বরং তাদের কাছে স্বাদটি রাসায়নিক বা পারফিউমের মতো মনে হয়।
advertisement
6/8
অন্যদিকে, যারা ধনেপাতা কম ব্যবহার করে এমন পরিবেশে বড় হয়েছে, তাদের কাছে এই তীব্র গন্ধ হঠাৎ ও অস্বস্তিকর মনে হতে পারে।
advertisement
7/8
অ্যানথ্রোপোলজিস্টরা মনে করিয়ে দেন, প্রথম যুগের মানুষ খাবারের নিরাপত্তা যাচাই করতে ঘ্রাণ ও স্বাদের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করত। অতিরিক্ত তীব্র, তিক্ত বা অচেনা গন্ধ মানে সম্ভাব্য বিষাক্ততা—এমন ধারণা গড়ে উঠেছিল দীর্ঘ বিবর্তনের পথে।
advertisement
8/8
শিশুরা স্বাভাবিকভাবেই এই ধরনের গন্ধে সংবেদনশীল। ফলে প্রথমদিকে ধনেপাতা, তুলসি বা পুদিনার মতো ভেষজের স্বাদ তারা সহজে গ্রহণ করতে পারে না। তবে বয়স ও নিয়মিত অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অনেকেই ধীরে ধীরে এই স্বাদে অভ্যস্ত হয়ে ওঠে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hate Coriander ধনেপাতা খেতে খুব খারাপ লাগে যাঁদের, তাঁরা ভাল করে পড়ুন! বিজ্ঞানসম্মত 'কারণ' রয়েছে এর পিছনেও!