COPD Symptoms: শীতকাল এলেই শ্বাসকষ্ট? কাশি? আপনি সিওপিডি-তে ভুগছেন না তো? লক্ষণ চিনুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
COPD Symptoms: সিওপিডি অবহেলা করলে মারাত্মক হতে পারে! না বুঝেই হয়ত এই রোগে ভুগছেন আপনি? জেনে নিন এই সব লক্ষণ আপনার মধ্যে আছে কিনা! জানুন কী করতে হবে
advertisement
1/5

শীতকালে শ্বাসকষ্ট একটু বেশিই বেড়ে যায়! বিশেষ করে যাদের সিওপিডির সমস্যা রয়েছে তাদের জন্য এই সময়টা খুব কষ্টকর! এই সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়! তবে অনেকেই বুঝতে পারেন না যে তাদের সিওপিডি আছে কিনা! সঠিক সময়ে ধরা না পড়লে কিন্তু খুব বিপদ! কয়েকটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই রোগ আপনার আছে কিনা! জানুন photo source collected
advertisement
2/5
প্রথমত দীর্ঘ সময় ধরে যদি কাশি না ঠিক হয়, তাহলে কিন্তু বিষয়টা চিন্তার! সিওপিডিতে আক্রান্ত হলে কোনও কারন ছাড়াই অনেকক্ষণ বা অনেক দিন ধরে কাশি লেগে থাকে! সহজে কাশি থামতে চায় না! যদি এই কাশি চার সপ্তাহের বেশি সময় ধরে চলে তাহলে কিন্তু সিওপিডি এই কাশির কারণ হতে পারে! দেরি না করে দেখাতে হবে ডাক্তার! photo source collected
advertisement
3/5
সিওপিডি থাকলে বুকে কফ জমতে থাকে! কাশি বা সকালে ঘুম থেকে উঠলে সেই কফ বেরিয়ে আসতে থাকে! যার রং হালকা হলুদ কিংবা সবুজ হয়! শীত বা খুব গরমে যদি এই কফ জমা হয় তাহলে কিন্তু সিওপিডিও একটা কারণ। ডাক্তার দেখাতে হবে এখুনি! photo source collected
advertisement
4/5
শীতকালে সামান্য কাজ করলেই অনেকে হাঁফিয়ে যান! সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে গেলে দম আটকে আসে। কিছুতেই যেন শ্বাস নিতে পারছেন না মনে হবে। এমন হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। না হলে ফল খুব খারাপ হতে পারে! photo source collected
advertisement
5/5
ঝট করে ব্যয়াম বা ডায়াট ছাড়াই ওজন কমতে থাকলে সতর্ক হতে হবে! দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা থাকলে কোনও কারণ ছাড়াই ওজন কমতে থাকে। হঠাৎ করে এমন ওজন কমার লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে! এটি সিওপিডির অন্যতম লক্ষণ। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
COPD Symptoms: শীতকাল এলেই শ্বাসকষ্ট? কাশি? আপনি সিওপিডি-তে ভুগছেন না তো? লক্ষণ চিনুন