Cooking Tips: গোটা মশলা ভাজার সময় পুড়ে যায়? মেনে চলুন এই টিপস, 'ভাজা মশলা'র স্বাদ-গন্ধ দ্বিগুণ হবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মশলার গুণে রান্নার স্বাদ হয় দ্বিগুণ। কিন্তু এই মশলা ভাজতে গিয়ে সামান্য সময়ের এদিক-ওদিক হলেই মশলা পুড়ে যায়। কাজেই জেনে নিন মশলা ভাজার সঠিক নিয়ম
advertisement
1/6

মশলার গুণে রান্নার স্বাদ হয় দ্বিগুণ। কিন্তু এই মশলা ভাজতে গিয়ে সামান্য সময়ের এদিক-ওদিক হলেই মশলা পুড়ে যায়। কাজেই জেনে নিন মশলা ভাজার সঠিক নিয়ম।
advertisement
2/6
প্রথমে আঁচ ঠিকঠাক রাখতে হবে মশলা ভাজার সময়। প্রথমে আঁচ বাড়িয়ে রাখলেও পরে তা কমিয়ে দিতে হবে। ক্রমাগত নাড়তে মশলা।
advertisement
3/6
তলা ভারী পাত্র ব্যবহার করলে মশলা ভালভাবে ভাজা যায়। পাত্রের নীচের অংশ পাতলা হলে তা দ্রুত গরম হয়ে মশলা পুড়ে যায়।
advertisement
4/6
মশলা ভাজার সময় মশলাতে কিছুটা নুন ঢেলে দিতে হবে। এতে তাপ সমান ভাবে ছড়িয়ে পড়বে মশলায়। ফলে সহজে পুড়বে না মশলা।
advertisement
5/6
মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে, তা থেকে সুগন্ধ বার হচ্ছে কি না। সুগন্ধ বার হলেই আঁচ কমাতে হবে। এরপর মশলা হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
advertisement
6/6
অল্প পরিমাণে বারে বারে ভাজতে হবে মশলাটি। এতে পুড়ে যাওয়ার সমস্যা হবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Tips: গোটা মশলা ভাজার সময় পুড়ে যায়? মেনে চলুন এই টিপস, 'ভাজা মশলা'র স্বাদ-গন্ধ দ্বিগুণ হবে