Lemon Rice: রেস্টুরেন্ট নাকি বাড়িতে রান্না? খেয়ে বোঝা হবে শক্ত! লেমন রাইসের সহজ রেসিপি জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
বাড়িতে সহজেই তৈরি করা যায় এমন একটি খাবারের মধ্যে অন্যতম হল লেমন রাইস। রান্না করা ভাতের সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে তৈরি করা যায় এই পদ।
advertisement
1/6

বাড়িতে সহজেই তৈরি করা যায় এমন একটি খাবারের মধ্যে অন্যতম হল লেমন রাইস। রান্না করা ভাতের সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে তৈরি করা যায় এই পদ।
advertisement
2/6
লেমন রাইস তৈরি করতে লাগবে রান্না করা ভাত ২ কাপ, ছোলার ডাল ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা, জিরে, সরষে, কাজুবাদাম, কারিপাতা, কাঁচা লঙ্কা।
advertisement
3/6
আদাবাটা, নুন, হলুদ, ধনেপাতা, লেবু ও তেল জোগাড় করে রাখতে হবে। সব জোগাড় হয়ে গেলে ছোলার ডাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে।
advertisement
4/6
এরপর ছোলার ডাল জল থেকে তুলে জল ঝরিয়ে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে ডাল, শুকনো লঙ্কা, জিরে, সরষে, বাদাম, কারি পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে হবে।
advertisement
5/6
মিশ্রণে ভাত দিয়ে একটু নেড়ে ভাতের উপর নুন, হলুদ দিয়ে ভাল করে ভাতের সঙ্গে সব উপকরণ মেশাতে হবে। সবশেষে ভাতের উপর ধনেপাতা, লেবুর রস ছড়িয়ে দিন।
advertisement
6/6
লেবুর রস স্বাদ অনুযায়ী যতটুকু লাগে ঠিক ততটুকু দিন। এখন সব আরেকবার ভাল করে নেড়ে ওভেন থেকে নামিয়ে নিলেই তৈরি হবে লেমন রাইস।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lemon Rice: রেস্টুরেন্ট নাকি বাড়িতে রান্না? খেয়ে বোঝা হবে শক্ত! লেমন রাইসের সহজ রেসিপি জেনে নিন