Tips to cook prawn: চিংড়ি মাছ রান্নার সময় এই ভুলগুলি করলেই স্বাদ মাটি! সঙ্গে বদজহম!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to cook prawn: চিংড়ি মাছ রান্নার সময় কিছু নিয়ম মানতেই হয়৷ নইলে স্বাস্থ্যের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে৷ বিঘ্নিত হয় খাবারের স্বাদও
advertisement
1/8

চিংড়ি মাছ যে রান্নাতেই দেওয়া হোক না কেন, স্বাদ জমে যায় ষোলআনা৷ কিন্তু চিংড়ি মাছ রান্নার সময় কিছু নিয়ম মানতেই হয়৷ নইলে স্বাস্থ্যের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে৷ বিঘ্নিত হয় খাবারের স্বাদও৷
advertisement
2/8
বাজার থেকে আনার পর খুব ভাল করে চিংড়ি মাছ ধুয়ে নিন৷ না হলে কিন্তু খাদ্যে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে৷
advertisement
3/8
মাছ ভাল করে ধুয়ে নেওয়ার পর চিংড়ি মাছের পিঠের ‘কালো সুতো’ ফেলতে ভুলবেন না৷ এই শিরার অংশটুকু না ফেলে দিলে চিংড়ি মাছ খাওয়ার পর বদহজম হওয়ার সম্ভাবনা রয়ে যায়৷
advertisement
4/8
বাজার থেকে আনার পর টাটকা তাজা চিংড়ি মাছ রান্না করাই ভাল৷ যদি একান্তই ফ্রিজের মাছ রাঁধতে হয়, তাহলে আগে রুম টেম্পারেচারে আনুন৷ তার পর রাঁধুন৷
advertisement
5/8
চিংড়ি মাছের ধরন নরম প্রকৃতির৷ তাই বেশি রান্না হলে এর স্বাদ চলে যায়৷ সেটা সব সময় মনে রাখবেন৷ বেশি ভাজবেন না চিংড়ি মাছ৷
advertisement
6/8
যখন দেখবেন এর লেজের অংশ লাল হয়ে উঠেছে বা চিংড়ি মাছের আকৃতি ইংরেজি ‘সি’ (C) অক্ষরের মতো হয়ে গিয়েছে, বুঝবেন আর ভাজতে হবে না।
advertisement
7/8
চিংড়ি মাছ রান্নার সময় খোলাসমেতই রাঁধুন। তাতে চিংড়ির স্বাদ টইটম্বুর থাকে। হজম করতে সমস্যা হলে খাওয়ার সময় খোলসের অংশটুকু বাদ দিয়ে দেবেন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to cook prawn: চিংড়ি মাছ রান্নার সময় এই ভুলগুলি করলেই স্বাদ মাটি! সঙ্গে বদজহম!