Cooking Hacks: রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? সহজ উপায়ে ঝট-পট কমিয়ে ফেলুন! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Cooking Hacks: রান্নায় ঝাল বেশি হলে চিন্তার কিছু নেই! এই সহজ উপায়ে ঝাল কমিয়ে ফেলুন! স্বাদও বাড়বে! জানুন
advertisement
1/6

বাঙালির হেঁশেলে রান্নার রকমারি আয়োজন সব সময়ই হয়। তবে কখনও কখনও ভুল বশত একটু লঙ্কা বেশি পড়ে গিয়ে তরকারি ঝাল হয়ে যায়। তবে তারকারির বাড়তি ঝাল কমান যায় সহজেই।
advertisement
2/6
রান্নায় মশলার মধ্যে অন্যতম উপাদান হল লঙ্কা। তবে লঙ্কার অতিরিক্ত ঝালে বাড়িতে অতিথিরা এলে মাথা কাটা যায় লজ্জায়। তরকারির এই অতিরিক্ত ঝাল কমাতে নীচের পদ্ধতি মেনে চলতে পারেন।
advertisement
3/6
তরকারির বাড়তি ঝাল কমানোর অন্যতম উপাদান হল লেবুর রস। রান্না নামানোর আগে ১ চামচ লেবুর রস যোগ করুন ঝোলে। দেখবেন ঝাল অনেকটাই কম লাগছে।
advertisement
4/6
ঝাল কমানোর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল আলু। বেশ কয়েকটি আলুর টুকরো তরকারির ঝোলে দিয়ে ফুটিয়ে নিন। আলু সেদ্ধ হওয়ার সময় তরকারি বা মাছ-মাংসের ঝোলে থাকা অতিরিক্ত ঝালকে টেনে নেবে।
advertisement
5/6
তরকারির অতিরিক্ত ঝাল কমানোর আরও একটি উপাদান হল দুধ। নিরামিষ জাতীয় তরকারির অতিরিক্ত ঝাল কমাতে যোগ করতে পারেন দুধ।
advertisement
6/6
ঝাল কমাতে রান্নায় দিতে পারেন টক দইও। এমনকী মাছ বা মাংসেও দিতে পারবেন দই। প্রথমে একটা বাটিতে ১-২ চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর গ্যাসেরা আঁচ কমিয়ে বা বন্ধ করে নিয়ে ঝোলে দই যোগ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Hacks: রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? সহজ উপায়ে ঝট-পট কমিয়ে ফেলুন! জানুন