TRENDING:

Contact lens : কনট্যাক্ট লেন্স পরে চোখের মেক আপ? এই দিকগুলিতে সচেতন না হলেই বড় বিপদের আশঙ্কা

Last Updated:
Contact lens : বিয়ে বাড়ি হোক বা পার্টি চোখ থেকে চশমা খুলে গাঢ় নীল রংয়ের লাইনার টানাই যায়। কিন্তু চশমা পরলে সেই সৌন্দর্য ঢাকা পড়ে যায়!
advertisement
1/6
কনট্যাক্ট লেন্স পরে চোখের মেক আপ? এই দিকগুলিতে সচেতন না হলেই বড় বিপদের আশঙ্কা
বিয়ে বাড়ি হোক বা পার্টি চোখ থেকে চশমা খুলে গাঢ় নীল রংয়ের লাইনার টানাই যায়। কিন্তু চশমা পরলে সেই সৌন্দর্য ঢাকা পড়ে যায়! অগত্যা একজোড়া কনট্যাক্ট লেন্স ব্যবহার করতেই হয়। অনেকে আবার চশমার পরিবর্তে নয়, চোখের মণির রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু কনট্যাক্ট লেন্সের সঙ্গে মেক আপের সময়ে একটু সচেতন থাকা উচিত। নাহলে লেন্স থাকা অবস্থায় মেক আপে খামতি হলে বড় বিপদ হতে পারে।
advertisement
2/6
চোখের জন্য যা মেক আপ ব্যবহার করবেন, তা যেন অবশ্য়ই অয়েল ফ্রি ও ওয়াটার প্রুফ হয়। নাহলে কাজল বা মেক আপ গলে চোখের ভিতরে ঢুকে যাওয়ার ভয় থাকে।
advertisement
3/6
বেশি মোটা বা কনট্যাক্ট লেন্সে খোঁচা লাগতে পারে এমন কোনও কাজল ব্যবহার করবেন না। বরং আইলাইনার ব্যবহার করুন।এতে কনট্যাক্ট লেন্সে খোঁচা লাগার কোনও ঝুঁকি থাকে না।
advertisement
4/6
মাস্কারা পরতে গিয়ে অনেকেরই একটা সমস্যা হয়। চোখের পাতার সঙ্গে ব্রাশ হঠাৎ জড়িয়ে গিয়ে চোখের মধ্য়ে কালি ঢুকে যায়। তাই মাস্কারা লাগানোর সময়ে সচেতন থাকুন। হালকা করে মাস্কারা লাগান।
advertisement
5/6
চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার না পরাই ভাল। কারণ অনেক সময়ে ওয়াটার লাইনে কাজল পরতে গিয়ে তা চোখের ভিতরে ঢুকে যায়। কনট্যাক্ট লেন্স পরে থাকা অবস্থায় এটি ঘটলে বড় বিপদ হতে পারে।
advertisement
6/6
কনট্যাক্ট লেন্স আগে দেখবেন হাতে যাতে কোনও ধরনের মেক আপ বা নোংরা না লেগে থাকে। খোলার সময়েও মাথায় রাখবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Contact lens : কনট্যাক্ট লেন্স পরে চোখের মেক আপ? এই দিকগুলিতে সচেতন না হলেই বড় বিপদের আশঙ্কা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল