Constipation Problem Solve: কোষ্ঠকাঠিন্যের যম, সকাল সকাল পেট হবে 'কমপ্লিট' সাফ! এক গ্লাস 'এই' রস-এ যৌবন ধরে রাখবে বহুদিন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তবে শুধু ত্বকই নয় চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
advertisement
1/6

পেট সাফ হবে, সকালে পাবেন আরাম৷ শান্তিতে সারাদিন কাটবে৷
advertisement
2/6
যারা প্রতিদিনের খাদ্য তালিকায় আমলকির রস পান করেন, কিম্বা আমলকি খেয়ে থাকেন। যারা নিয়মিত আমলকি খান তাদের স্বাস্থের জন্য এটি ইতিবাচক ভূমিকা পালন করে বলেই মত চিকিৎসকের।
advertisement
3/6
শরীর সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে আমলকির রস, তেমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু কিভাবে ? জেনে নিন বিস্তারিত
advertisement
4/6
তবে শুধু তাই নয় আমলকি দ্রুত খাবার হজম করতে সহায়তা করে। আমলকি রসে থাকা পুষ্টিগুণ হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে টক স্বাদের এই ফলটি ভীষণ ভাবে উপকারী।
advertisement
5/6
আমলকি রস ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে, আমলকি রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং পাওয়ার রয়েছে যা, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তবে শুধু ত্বকই নয় আমলকি চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা চুল পড়া হ্রাস করে এবং চুলকে উজ্জ্বল এবং আরও মসৃণ করে তোলে।
advertisement
6/6
ডঃ মিলটন বিশ্বাস জানিয়েছেন, আমলকি রসে নাকি রয়েছে একাধিক পুষ্টিগুণ। আমলকির রস মানব শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শরীরের মধ্যে চর্বি জমা হতে দেয় না। পাশাপাশি আমলকির রসে থাকা হাই ফ্যাট বার্নিং প্রপার্টিজ দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Constipation Problem Solve: কোষ্ঠকাঠিন্যের যম, সকাল সকাল পেট হবে 'কমপ্লিট' সাফ! এক গ্লাস 'এই' রস-এ যৌবন ধরে রাখবে বহুদিন