Conjunctivitis as an Epidemic: কনজাঙ্কটিভাইটিস এখন ‘মহামারি’! বাড়বে সংক্রমণের তীব্রতা! মহিলাদের জন্য বিশেষ সতর্কতা চিকিৎসকদের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Conjunctivitis as an Epidemic: হু হু করে ছাড়াচ্ছে কনজাঙ্কটিভাইটিস। ভারী বর্ষা এবং আর্দ্রতার পরিবেশ আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। চক্ষুবিশেষজ্ঞদের চেম্বারে, হাসপাতালে এত রোগীর ভিড়, ডাক্তারদের মতে, চোখের সংক্রমণ এখন মহামারির পর্যায়ে পৌঁছেছে।
advertisement
1/9

উত্তর ভারতের নানা অংশে হু হু করে ছাড়াচ্ছে কনজাঙ্কটিভাইটিস। ভারী বর্ষা এবং আর্দ্রতার পরিবেশ আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। চক্ষুবিশেষজ্ঞদের চেম্বারে, হাসপাতালে এত রোগীর ভিড়, ডাক্তারদের মতে, চোখের সংক্রমণ এখন মহামারির পর্যায়ে পৌঁছেছে।
advertisement
2/9
তাঁদের আশঙ্কা, কনজাঙ্কটিভাইটিস মহামারির প্রাদুর্ভাব আগামী কিছু দিনে এবং পরের এক সপ্তাহে অত্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
advertisement
3/9
দেশের বৃহত্তম হাসপাতাল, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস-এ রোজ গড়ে ১০০-র বেশি কমজাঙ্কটিভাইটিস আক্রান্ত রোগী আসছেন।
advertisement
4/9
এইমস-এর বিশেষজ্ঞ ডক্টর তিতিয়াল জানিয়েছেন গত বছরের তুলনায় এ বছর সংক্রমণের হার অনেক বেশি। কারণ হিসেবে বর্ষার প্রবল বৃষ্টিকেই দাযী করছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/9
অগাস্টের প্রথম সপ্তাহ থেকে সংক্রমণের হার কমবে বলেই মনে করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞ নীলেশ গিরি জানিয়েছেন অ্যাডিনো ভাইরাসই দায়ী কনজাঙ্কটিভাইটিসের জন্য। এই সংক্রমণ নিজের থেকেই সেরে যায়। উপশমের জন্য নির্দিষ্ট কোনও অ্যান্টিভাইরাল ওষুধ নেই।
advertisement
6/9
ডক্টর গিরির কথায়, কিছু দিনের মধ্যেই কনজাঙ্কটিভাইটিস সেরে যাওয়ার কথা। সেটা না হয়ে জটিলতা বাড়লে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সাধারণ কনজাঙ্কটিভাইটিস হলে ৪-৫ দিনের মধ্যে সেরে যাবে।
advertisement
7/9
ডাক্তারদের মত, বাড়িতে বিশ্রাম নিয়ে বেসিক স্বাস্থ্যবিধি মানলেই এ সংক্রমণ সেরে যাবে। অপরিষ্কার হাত চোখে দেওয়া যাবে না। বার বার চোখ ধুতে হবে।
advertisement
8/9
অন্যের বালিশের ওয়ার, তোয়ালে, গামছা ব্যবহার করবেন না। মহিলারা চোখের কসমেটিক্স নিয়ে বিশেষ সতর্ক হোন। যে ক’দিন সংক্রমণ থাকবে, কনট্যাক্ট লেন্স পরবেন না। রোদচশমায় চোখ ঢেকে রাখুন।
advertisement
9/9
নিজের থেকে ওষুধ বা আইড্রপ একদমই ব্যবহার করবেন না। সংক্রমণের বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কর্নিয়া আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Conjunctivitis as an Epidemic: কনজাঙ্কটিভাইটিস এখন ‘মহামারি’! বাড়বে সংক্রমণের তীব্রতা! মহিলাদের জন্য বিশেষ সতর্কতা চিকিৎসকদের