Bengali Term for Computer & Laptop: কম্পিউটার এবং ল্যাপটপের বাংলা কী বলুন তো? উত্তর দিতে ব্যর্থ ৯৯% মানুষই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bengali Term for Computer & Laptop: দিনরাত কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও আমরা মনেই রাখি না এগুলি আসলে ইংরেজি শব্দ
advertisement
1/8

আধুনিক জীবন কম্পিউটার ছাড়া কার্যত অচল। শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রই নয়। বিভিন্ন ধরনের চাকরি বা কাজেই অত্যাবশ্যকীয় হল কম্পিউটার ও ল্যাপটপ।
advertisement
2/8
অতীতের ঢাউশ ডেস্কটপ আজ অতীত। আধুনিক প্রজন্ম বরং বেশি স্বচ্ছন্দ হাল্কা ল্যাপটপে কাজ করতে। আধুনিক ডেস্কটপও অবশ্য দারুণ ঝাঁ চকচকে।
advertisement
3/8
দিনরাত কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও আমরা মনেই রাখি না এগুলি আসলে ইংরেজি শব্দ।
advertisement
4/8
বাংলা শব্দভাণ্ডারে কম্পিউটার, ল্যাপটপ ঢুকে প্রায় মিশে গিয়েছে। যদিও এদের বাংলা প্রতিশব্দও কিন্তু আছে।
advertisement
5/8
কম্পিউটারকে বলা যেতে পারে হিসেবকারী স্বয়ংক্রিয় যন্ত্রবিশেষ। আবার কোনও কোনও অভিধানে একে বলা হয়েছে গণনার যন্ত্র বা পরিগণক।
advertisement
6/8
যদিও গণনার বাইরে আরও অগণিত কাজ করে কম্পিউটার। কিন্তু তবুও এর নামের পাশ থেকে গণনার বিশেষণ দূর হয় না।
advertisement
7/8
কম্পিউটারকে বৈদ্যুতিন গণনাকারী বা হিসাবকারী নামেও অভিহিত করা হয়। ল্যাপটপকে বাংলায় বলা হয় স্থানান্তরযোগ্য বৈদ্যুতিন গণক।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengali Term for Computer & Laptop: কম্পিউটার এবং ল্যাপটপের বাংলা কী বলুন তো? উত্তর দিতে ব্যর্থ ৯৯% মানুষই