২০২৩ সালে এতগুলো সপ্তাহ শেষের লম্বা ছুটি? এখনই করে নিন বেড়ানোর প্ল্যান
- Published by:Uddalak B
Last Updated:
এই বছরটা যে অনেকগুলো ছুটিতে কাটবে তা বলাই বাহুল্য৷
advertisement
1/9

এই বছর, অর্থাৎ ২০২২ সালের শেষ দিনটি পড়েছে শনিবার৷ ফলে ২৫ ডিসেম্বরের মতো ১ জানুয়ারিও পড়েছে রবিবার৷ অর্থাৎ বছর শুরুই হচ্ছে ছুটির মেজাজে৷ ফলে, এই বছরটা যে অনেকগুলো ছুটিতে কাটবে তা বলাই বাহুল্য৷
advertisement
2/9
প্রথমেই দেখা যাক, জানুয়ারির দিকে৷ এ বার ২০২৩ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ অর্থাৎ সাধারণতন্ত্র দিবস পালিত হবে একটি বৃহস্পতিবার৷ মাঝে একটি শুক্রবার, তারপর ২৮ ও ২৯ জানুয়ারি শনি ও রবিবার৷ ফলে ওই শুক্রবার ছুটি নিলেই টানা উইকএন্ড৷
advertisement
3/9
ফেব্রুয়ারি মাসে ১৮ তারিখ মহা শিবরাত্রী, সেই দিন ছুটি থাকে৷ সেটি পড়েছে শনিবার৷ পরের দিন তো এমনিতেই ছুটি৷ ফলে শুক্রবার একটি ছুটি নিলে শনিবার ছুটি থাকে না এমন মানুষেরাও তিন দিনের ছুটি কাটাতে পারবেন৷
advertisement
4/9
মার্চ মাসের ৮ তারিখে হোলি, সেটি মঙ্গলবার, অর্থাৎ সেই সপ্তাহে বাঙালিদের জন্য থাকবে দোলের ছুটি৷ তা ছাড়া ১১ ও ১২ মার্চ হল শনি ও রবি৷ দোল ও হোলির ছুটিতে দু’টি দিন আর শনিরবি, আর দু’টি দিন ছুটি নিতে পারলেই একেবারে ছ’দিন ছুটিতে হাওয়া বদল৷
advertisement
5/9
এপ্রিলেও আছে এমন সুযোগ৷ ৪ এপ্রিল রয়েছে মহাবীর জয়ন্তী৷ তারপর ৭ এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে৷ এর পর এপ্রিলের ৮ ও ৯ তারিখ শনিবার ও রবিবার৷ সব মিলিয়ে এই সপ্তাহেও রয়েছে চারদিন ছুটি৷ সপ্তাহের শুরুদিনটা কাজ করে আর বাকি দু’দিন ছুটি নিলেই বড় বেড়ানো সারা যেতে পারে৷
advertisement
6/9
মে ও জুন মাসেও রয়েছে এমন সুযোগ৷ মে মাসের ৫ তারিখে শুক্রবার, বুদ্ধ পূর্ণিমা, এর পরের দু’দিন শনি ও রবিবার৷ এখানে চারদিনের ছুটি মিলতে পারে৷ এ ছাড়া জুন মাসে ১৭ ও ১৮ তারিখ শনি ও রবিবার, ১৯ তারিখ সোমবার রথযাত্রার ছুটি রয়েছে৷
advertisement
7/9
অগস্ট মাসের ১২ তারিখে শনিবার, ১৩ তারিখে রবিবার ও ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ছুটি, মাঝে ১৪ অগস্ট একটি ছুটি নিলেই চারদিনের হলিডে নিশ্চিত৷
advertisement
8/9
তবে এ বারে দিওয়ালি পড়েছে রবিবার৷ সেই কারণে কালীপুজোর সময়ের একটি ছুটি নষ্ট হতে পারে৷ এ ছাড়া, সেপ্টেম্বরের ৩০ তারিখ ও অক্টোবরের ১ তারিখ শনি ও রবিবার, অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তীর ছুটি, ফলে এখানেও তিনদিনের ছুটির অবকাশ রয়েছে৷ পুজোর ছুটি যেমন থাকে, রাজ্যে তেমন ছুটি তো থাকছেই৷
advertisement
9/9
২০২৩ সালের ডিসেম্বর মাসে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পড়েছে সোমবার, ফলে আগের দু’টি শনি ও রবিবার ছুটি নিলে বছরের শেষেও মিলবে লম্বা ছুটির আমেজ৷