TRENDING:

Perfume Mistakes:পারফিউম মেখেও ঘেমো গন্ধ যাচ্ছে না? স্প্রে করার সময় যে ভুলটা করছেন জেনে নিন!

Last Updated:
Common Mistakes Perfume Use: কিন্তু পারফিউম বা বডি স্প্রে নিয়মিত ব্যবহার করলেও, তা ব্যবহারের সঠিক পদ্ধতি জানি না আনেকেই। তাই পারফিউম বা বডি স্প্রে মাখার সময় কী করবেন, কী করবেন না, জেনে নিন।
advertisement
1/8
পারফিউম মেখেও ঘেমো গন্ধ যাচ্ছে না? স্প্রে করার সময় এই 'বড় ভুল' করছেন না তো...?
নিছক সুগন্ধী নয়, ব্যক্তিত্ব প্রকাশে সহায়ক পারফিউম বা বডি স্প্রে। বাড়ি থেকে বেরনোর সময় একচু পারফিউম বা বডি স্প্রে গায়ে না ছড়ালেই নয়। হালকা গন্ধ পছন্দ কারও, কারও আবার উগ্র পছন্দ! সারাদিন কলেজ, কর্মক্ষেত্র বা পার্টি যেখানেই থাকুন, কিন্তু পারফিউম বা বডি স্প্রে না হলে আত্মবিশ্বাসই থাকে না যেন!
advertisement
2/8
কিন্তু পারফিউম বা বডি স্প্রে নিয়মিত ব্যবহার করলেও, তা ব্যবহারের সঠিক পদ্ধতি জানি না আনেকেই। তাই পারফিউম বা বডি স্প্রে মাখার সময় কী করবেন, কী করবেন না, জেনে নিন।
advertisement
3/8
গায়ে পারফিউম বা বডি স্প্রে ছড়ানোর পর কবজিতেও কিছুটা লাগিয়ে নিন। পারফিউম লাগানোর পর কোথাও সেই হাত না ঘষাই ভাল। বরং সেটিকে ভালভাবে শুষতে দিন ত্বকে। পারফিউম লাগিয়ে ঘষলে ত্বক গরম হয়ে ওঠে এবং সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। এই অভ্যাস মোটেই ভাল নয় বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
4/8
জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করবেন না। এতে জামার রং ফিকে হয়ে যায়, সেই রং বসে যায় আমাদের শরীরে। বরং সরাসরি ত্বকের উপর পারফিউম ছড়াতে পারেন।
advertisement
5/8
যে বাক্সের মধ্যে পারফিউমের বোতল থাকে, তার মধ্যেই রাখুন। অত্যধিক তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটে। সব সময় রুম টেম্পারেচরে রাখা উচিত পারফিউম।
advertisement
6/8
পারফিউমের বোতল যত ছোট হবে, ততই ভাল। কারণ অর্ধেক পারফিউম ভর্তি বোতল রাখলে, তাতে অক্সিজেন ঢুকে যায়, যা সুগন্ধী তৈরিতে ব্যবহৃত অণুগুলিকে ভেঙে দেয়।
advertisement
7/8
দীর্ঘক্ষণ যাতে স্থায়ী হয় সুগন্ধ, তার জন্য দুই ধরনের পারফিউম একসঙ্গে লাগাতে পারেন। ঘেমে নেয়ে একসা হলেও দুর্গন্ধ হবে না গায়ে।
advertisement
8/8
শুষ্ক ত্বকে পারফিউম বেশি ক্ষণ স্থায়ী হয় না। এক্ষেত্রে গন্ধহীন ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হয় আগে। জামাকাপড়ে ছড়ানোর পরিবর্তে কবজি, ঘাড়, গলায় ছড়ান। খুব গরমে যখন ঘাম হয়, গায়ে পারফিউম না লাগিয়ে, চুলে, স্কার্ফে ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Perfume Mistakes:পারফিউম মেখেও ঘেমো গন্ধ যাচ্ছে না? স্প্রে করার সময় যে ভুলটা করছেন জেনে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল