TRENDING:

Comet Leonard: বিরলতম ঘটনা! ৩৫ হাজার বছর পর লিওনার্ড ধূমকেতু-র দেখা! কবে ?কখন ?কীভাবে দেখবেন?

Last Updated:
লিওনার্ড'-কে ওয়ান্স ইন আ লাইফটাইম' কমেট বলেন বিশেষজ্ঞরা। আগুনের গোলার মতো জ্বলজ্বলে কমেটটি-র চারপাশে সবুজ দীপ্তি। এতটাই উজ্জ্বল যে খালি চোখেই দেখা যাবে
advertisement
1/6
বিরলতম ঘটনা! ৩৫ হাজার বছর পর লিওনার্ড ধূমকেতু-র দেখা! কবে ?কখন ?কীভাবে দেখবেন?
পৃথীবির গা ঘেঁষে চলে যাচ্ছে 'লিওনার্ড' নামের কমেট বা ধূমকেতু! এক-দু'দিন নয়, ৩৫ হাজার বছর বাদে পৃথীবির এত কাছে এল এই ধূমকেতু। এই মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও! আমাদের দেশ থেকে কবে, কখন দেখা যাবে এই দুর্লভ মহাজাগতিক বস্তুকে ? কীভাবেই বা দেখবেন? রইল বিস্তারিত তথ্য--
advertisement
2/6
'লিওনার্ড'-কে ওয়ান্স ইন আ লাইফটাইম' কমেট বলেন বিশেষজ্ঞরা। আগুনের গোলার মতো জ্বলজ্বলে কমেটটি-র চারপাশে সবুজ দীপ্তি। এতটাই উজ্জ্বল যে খালি চোখেই দেখা যাবে। বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও ভাল করে দেখতে পারবেন। সব থেকে ভাল খবর, ভারতের আকাশেও দেখা মিলবে লিওনার্ডের।
advertisement
3/6
রবিবার, ১২ ডিসেম্বর পৃথীবির একেবারে কাছে এসেছিল লিওনার্ড। কিন্তু আপনি কমেট-টি দেখতে পাবেন ১৪ ডিসেম্বর, সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে। তবে, লিওনার্ডকে সবথেকে ভাল দেখা যাবে ১৭ ডিসেম্বর।
advertisement
4/6
সূর্যাস্তের পর, সন্ধ্যাকাশে লিওনার্ড দেখা যাবে ঠিকই, কিন্তু সবথেকে ভাল দেখতে পাবেন সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে, সেইসময় আকাশের উচ্চতম পয়েন্টে থাকবে ধূমকেতুটি।
advertisement
5/6
Whale Galaxy বা তিমি-ছায়াপথের (NGC 4631) কেন্দ্র ধূমকেতুর বাসস্থল। ২০২১-এ আরিজোনার মাউন্ট লেমন অবজারভেটরি থেকে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন গ্রেগরি লিওলার্ড।
advertisement
6/6
আবার কবে ফিরবে লিওনার্ড? মহাকাশচারী-রা মনে করছেন, সূর্যকে অতিক্রম করার পরই সৌরজগৎ থেকে নিক্ষিপ্ত হবে এই ধূমকেত, আর কখনও এই সৌরমণ্ডলে ফিরবে না
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Comet Leonard: বিরলতম ঘটনা! ৩৫ হাজার বছর পর লিওনার্ড ধূমকেতু-র দেখা! কবে ?কখন ?কীভাবে দেখবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল