Hair Colour: পার্লার ভুলে যান, প্রাকৃতিক উপায়ে একেবারে ঘরে বসেই পান ঝকঝকে হেয়ার কালার..কীভাবে? জানাচ্ছেন বিশেষজ্ঞ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Hair Colour: আপনি কি চুলে রং করতে পছন্দ করেন? তবে আর বাজার থেকে কেনা রং আর নয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার চুলে রং করতে পারেন।
advertisement
1/7

আপনি কি চুলে রং করতে পছন্দ করেন? তবে আর বাজার থেকে কেনা রং আর নয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার চুলে রং করতে পারেন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
2/7
বাড়িতে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই চুলে নিয়ে আসবে চমৎকার রঙের ঝলক। বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, এগুলো ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
3/7
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, চুলে লালচে রঙের ঝলক আনতে চাইলে ব্যবহার করতে পারেন বিট। এক কাপ বিটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
4/7
শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। তারপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
5/7
এছাড়া কফি চুলে গাঢ় বাদামি রঙ আনতে ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি লিকার হেয়ার কন্ডিশনার মেশান খানিকটা। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে জলে দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
6/7
চা পাতা ট্যানিক অ্যাসিড চুল কালো করে। ৫ টেবিল চামচ চা পাতা ১ কাপ জলে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)
advertisement
7/7
এছাড়াও চুলের কালার আনতে আপনি মেহেদির গুঁড়ো ব্যবহার করতে পারেন। মেহেদির গুঁড়ো সারারাত ভিজিয়ে পরদিন লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। এতে চুল ভাল হবে ও চুলে আসবে প্রাকৃতিক রং। (তথ্য-পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Colour: পার্লার ভুলে যান, প্রাকৃতিক উপায়ে একেবারে ঘরে বসেই পান ঝকঝকে হেয়ার কালার..কীভাবে? জানাচ্ছেন বিশেষজ্ঞ