Benefits of Coffee Beans: গাছের সার থেকে বেসিনের পাইপ পরিষ্কার! কফি বিনসের এই উপকারিতাগুলির কথা জানতেন!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Coffee Beans:- জেনে নিন বাড়িতে রাখা কফি বিনস কত ভাবে কাজে লাগাতে পারবেন৷
advertisement
1/8

সুস্বাদু কফির পাশাপাশি কফি বিনসের আরও অনেক উপকারিতা আছে৷ কফির স্বাদ ও গন্ধের সঙ্গে এই বিনসের সেই কাজগুলির কথা আমাদের মনেই থাকে না৷ তাই জেনে নিন বাড়িতে রাখা কফি বিনস কত ভাবে কাজে লাগাতে পারবেন৷
advertisement
2/8
বর্ষাকালে রান্নাঘরে নুন, চিনির কৌটোয় সহজেই আর্দ্রতার প্রলেপ লেগে যায়৷ এতে নুন ও চিনি গলে যায়৷ তাই কিছু কফি বিনস দিয়ে রাখুন নুন, চিনির কৌটোয়৷ রেহাই পাবেন সমস্যা থেকে৷
advertisement
3/8
কফি বিনস গুঁড়ো করে রান্নাঘরের কোণে রাখুন৷ ছড়িয়ে দিতে পারেন এদিকে সেদিকে৷ তাহলে পোকামাকড়ের উপদ্রব কমবে৷ কিচেন গার্ডেনে কফি বিনস গুঁড়ো ছড়িয়ে দিলে কীটপতঙ্গের সমস্যা কমবে৷
advertisement
4/8
কফিগুঁড়ো জলে মিশিয়ে স্প্রে করুন ঘরের বিভিন্ন অংশে৷ তাহলে স্যাঁতস্যাঁতে ভাব এবং দুর্গন্ধের প্রকোপ কমবে৷ তবে দেখবেন বিছানার চাদর, পর্দা বা বালিশের ওয়ারে যেন কফির দাগ না লেগে যায়৷
advertisement
5/8
কফি বিনসের গুঁড়ো দিয়ে মাজতে পারেন বাসন৷ তাতে দাগও উঠবে, আবার বাসনে গন্ধও থাকবে না৷ প্রাকৃতিক উৎসেচক থাকে কফিতে৷ তাই কফি বিনসের গুঁড়ো দিয়ে মাংস ম্যারিনেট করলে সেটা বেশ নরম হবে৷
advertisement
6/8
কফিতে আছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অন্যান্য দরকারি উপাদান৷ তাই ক্ষতিকারক রাসায়নিক ছাড়া কফিকে ব্যবহার করতে পারেন গাছের প্রাকৃতিক সার হিসেবে৷
advertisement
7/8
গরম জল, সাবান ও কফিগুঁড়ো মিশিয়ে ঢেলে দিন রান্নাঘরের সিঙ্ক বা বেসিনের পাইপে৷ জমে থাকা সব ময়লা সাফ হয়ে গিয়ে জল চলার পথ মসৃণ হয়ে যায়৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Coffee Beans: গাছের সার থেকে বেসিনের পাইপ পরিষ্কার! কফি বিনসের এই উপকারিতাগুলির কথা জানতেন!