Coconut Water: গরমে তো আছেই, শীতে ডাবের জল খেলে কী হয় জানেন? জানলে এবার থেকে প্রতিদিন খেতে চাইবেন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Coconut Water: শুধুই গরমে নয়, শীতেও চুমুক দিন এই প্রাকৃতিক পানীয়ে! শরীর থাকবে সতেজ ও ফুরফুরে।
advertisement
1/6

একরাশ ক্লান্তি নিমেষের মধ্যে কেটে যায় ডাব বা নারকেলের জলে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে। শরীর চাঙ্গা এবং তরতাজা রাখতে এই প্রাকৃতিক পানীয়ের জুড়ি মেলা ভার।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, ডাব বা নারকেলের জল শুধু গরমের সময় পান করা উচিত নয়। শীতেও এই জল খাওয়ার প্রয়োজন রয়েছে অনেকটাই।
advertisement
3/6
শীতের দিনে এই জল পান করলে শরীরের বেশ কিছু উপকারিতা লক্ষ্য করা যায়। ফলে ছোট থেকে বড় সকলেই শীতের দিনেও নিয়ম করে এই জল খেতে পারেন।
advertisement
4/6
শীতকালে জল খাওয়ার পরিমাণ কমে যায়। ফলে শরীর শুষ্ক হয়ে পড়ে সহজেই। এই সময় শরীরের আর্দ্রতা বজায় রাখতে ডাব বা নারকেল দারুণ উপকারী বলে প্রমাণিত।
advertisement
5/6
ডাব বা নারকেলের জলে রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম। এই দুই উপাদান শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ফলে শরীর চাঙ্গা থাকে।
advertisement
6/6
শীতে সামান্য খেলেই হজমের গোলমাল হওয়ার সম্ভবনা থাকে। তবে এক্ষেত্রে ডাব বা নারকেলের জল খেতে পারলে হজমের গোলমাল দূর করা সম্ভব হবে অনেকটাই সহজে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Water: গরমে তো আছেই, শীতে ডাবের জল খেলে কী হয় জানেন? জানলে এবার থেকে প্রতিদিন খেতে চাইবেন