Coconut Water in Weight Loss: কয়েক চুমুকেই ওজন কমে ছিপছিপে রোগা! শুধু ফেলে না দিয়ে এভাবে খান নারকেলের জল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Coconut Water in Weight Loss: একাধিক খাবারও আমাদের সাহায্য করে রোগা হতে এবং ওজন কমাতে। সেরকমই একটি খাবার হল নারকেলের জল।
advertisement
1/6

ওজন কমাতে আমাদের চেষ্টার অন্ত থাকে না। সৌন্দর্য এবং সুস্থতা-এই দুইয়ের জন্যই আমাদের বাড়তি ওজন কমাতে সচেষ্ট হওয়া প্রয়োজন।
advertisement
2/6
একাধিক খাবারও আমাদের সাহায্য করে রোগা হতে এবং ওজন কমাতে। সেরকমই একটি খাবার হল নারকেলের জল। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
3/6
নারকেলের জলে ক্যালোরি খুবই কম। তবে তার সঙ্গে মধু বা চিনি যোগ করলে বাড়বে ক্যালোরি কাউন্ট।
advertisement
4/6
নারকেলের মতো এর জলেও ফাইবার প্রচুর বেশি। এই জল পান করলে ফাইবারের যোগান বাড়ে শরীরে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
advertisement
5/6
ফাইবার বেশি থাকার ফলে নারকেলের জল সাহায্য করে হজমে। গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা দূর হয়।
advertisement
6/6
নারকেলের জল দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। ওজন কমানোর জন্য সহায়ক। শরীরকে হাইড্রেটেড রাখে এই প্রাকৃতিক পানীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Water in Weight Loss: কয়েক চুমুকেই ওজন কমে ছিপছিপে রোগা! শুধু ফেলে না দিয়ে এভাবে খান নারকেলের জল