TRENDING:

Coconut Oil For Skincare: এই নিয়মে নারকেল তেল মুখে মাখুন! ব্রণ, দাগ-ছোপ, বয়সের ছাপ সব দূর হবে! জানুন বিশেষজ্ঞর মত

Last Updated:
Coconut Oil For Skincare: দামি ক্রিমে নয়, এই নিয়মে নারকেল তেল মাখলেই ত্বকের সব সমস্যার সমাধান হবে! জানুন
advertisement
1/6
এই নিয়মে নারকেল তেল মুখে মাখুন! ব্রণ, দাগ-ছোপ, বয়সের ছাপ সব দূর হবে! জানুন
চুলের যত্ন থেকে ত্বকের যত্নে ভরসা নারকেল তেল । দীর্ঘ সময় ধরে দশকের পর দশক এই নারকেল তেল ব্যবহার করে আসছে প্রায় প্রত্যেক পরিবার। সুন্দর চুলের গোড়ায় ব্যবহার করা হয় নারকেল তেল। কিন্তু শুধু চুলের যত্নেই নয় এই নারকেল তেল স্কিনের যত্নেও ভীষণ কার্যকরী। (তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
2/6
বিউটি এক্সপার্ট দেবপর্না দাস জানান, নারকেল তেলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ফাঙ্গাল উপাদান। যা ত্বক ভাল রাখতে ভীষণ কাজের।(তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
3/6
যেকোনও স্কিন ইনফেকশন সারিয়ে তুলতে হাতের পাতায় নারকেল তেল নিয়ে অন্তত পাঁচ মিনিট সেই স্থানে ম্যাসাজ করতে হবে। এরপর স্নান করতে যাওয়ার সময় সেটি ভালভাবে তুলে নেবেন। এভাবে যদি আপনি আপনার ত্বকে এই নারকেল তেল মাসাজ করেন তবে ত্বকের বলি রেখা আসবে না।(তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
4/6
ত্বক ভিতর থেকে পুষ্টি পাবে। ত্বকের আদ্রতা ধরে রাখতে রুক্ষ ও শুষ্কভাব কাটাতে নারকেল তেল ভীষণ উপকারী। নারকেল তেল ত্বকে লাল ভাব ও জ্বালাভাবের মত সমস্যাও দূর করে।(তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
5/6
নারকেল তেলে আছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এটি আপনার ত্বককে আদ্র রাখে। রাতে শুতে যাওয়ার আগেও নাইট ক্রিম হিসেবে এই নারিকেল তেল ব্যবহার করতে পারেন। মুখের যাবতীয় দাগ ধীরে ধীরে মলিন হতে শুরু করবে।(তথ্য: পিয়া গুপ্তা)
advertisement
6/6
এই নারকেল তেল প্রতি রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিলেও ঠোঁট কোমল হবে এবং ময়শ্চেরাইজারের কাজ করবে।(তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Oil For Skincare: এই নিয়মে নারকেল তেল মুখে মাখুন! ব্রণ, দাগ-ছোপ, বয়সের ছাপ সব দূর হবে! জানুন বিশেষজ্ঞর মত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল