Coconut Side Effects: উপকারী হলেও নারকেল খাবেন না এঁরা! ব্লাড সুগারে কি এই ফল খাওয়া যায়? জানুন কারা এটা একদম খাবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Coconut Side Effects: নারকেলের উপকারিতা প্রচুর। কিন্তু আমরা অনেকেই জানি না ডায়েটে অতিরিক্ত নারকেল থাকলে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।
advertisement
1/7

ফল হিসেবেই হোক বা রান্নার উপকরণ-নারকেলের ব্যবহার বহু। নারকেলের স্থান ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
নারকেলের উপকারিতা প্রচুর। কিন্তু আমরা অনেকেই জানি না ডায়েটে অতিরিক্ত নারকেল থাকলে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
advertisement
3/7
নারকেলে প্রচুর ক্যালোরি। যে কোনও রূপেই খাওয়া হোক না কেন, শরীরে ক্যালোরি প্রবেশ করে। তাই অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে নারকেল ডায়েটে না রাখাই ভাল।
advertisement
4/7
নারকেলে প্রচুর পরিমাণে স্যাচিওরেটেড ফ্যাট আছে। কোলেস্টেরলের মাত্রা বিঘ্নিত হয় নারকেল ডায়েটে থাকলে। শরীরে ভাল কোলেস্টেরল কমে বেড়ে যেতে পারে খারাপ কোলেস্টেরল।
advertisement
5/7
ব্লাড সুগারে খাবারের একাধিক বিধিনিষেধ থাকে। নারকেলের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড-দুটোই কম। সেদিক থেকে অল্প পরিমাণে নারকেল খেতে পারেন মধুমেহ রোগীরা।
advertisement
6/7
তবে নারকেলে স্যাচিওরেটেড ফ্যাট আছে প্রচুর পরিমাণে। ফলে ব্লাড সুগার রোগীদের হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। তাই ডায়াবেটিসে সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে নারকেল খান।
advertisement
7/7
নারকেল থেকে অনেকেরই অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে। সেক্ষেত্রে তাঁদের এই ফল এড়িয়ে চলতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Side Effects: উপকারী হলেও নারকেল খাবেন না এঁরা! ব্লাড সুগারে কি এই ফল খাওয়া যায়? জানুন কারা এটা একদম খাবেন না