TRENDING:

Cockroach Hack: 'শসা' দিয়েই বাজিমাত...! মাত্র ৫ মিনিটে পালাবে ছারপোকা, তেলাপোকা

Last Updated:
Cockroach Hack: বাড়িতে ছারপোকা এলেই নাজেহাল হাল হয় গৃহস্থের। কারণ এদের বংশবিস্তার ঘটে ঝড়ের গতিতে। আর বাড়ির মালিকদের আতঙ্কের হাল হয় এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে। একবার যদি এই ছারপোকা কারও বাড়িতে আসে সহজে এর হাত থেকে নিস্তার নেই।
advertisement
1/11
'শসা' দিয়েই বাজিমাত...! মাত্র ৫ মিনিটে পালাবে ছারপোকা, তেলাপোকা
বাড়িতে ছারপোকা এলেই নাজেহাল হাল হয় গৃহস্থের। কারণ এদের বংশবিস্তার ঘটে ঝড়ের গতিতে। আর বাড়ির মালিকদের আতঙ্কের হাল হয় এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে। একবার যদি এই ছারপোকা কারও বাড়িতে আসে সহজে এর হাত থেকে নিস্তার নেই। যতই বাজার চলতি স্প্রে করুন না কেন, তবে তা বের করা দুঃসহ হয়ে পড়ে।
advertisement
2/11
বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে।
advertisement
3/11
এই ছারপোকার হাত থেকে মুক্তি পেতে কী না করেন মানুষ। কিন্তু জানেন কি সহজ কিছু ঘরোয়া উপায়ে মাত্র ৫ মিনিটের মধ্যে বাড়ি থেকে ছারপোকা ও তেলাপোকা দূর করা সম্ভব? জেনে নিন, ছারপোকা তেলাপোকা তাড়ানোর কয়েকটি সহজ নির্ঝঞ্ঝাট ঘরোয়া উপায়-
advertisement
4/11
২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলনও কম নেবেন। এবার ডেটল বা স্যাভলন মেশানো জলে একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছারপোকা-তেলাপোকার উপদ্রব যেমন খাট-সোফা-বালিশ-তোষক, রান্নাঘরের তাক এই সব স্থানে স্প্রে করে দিন।
advertisement
5/11
দেখবেন, ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে, আর কখনও আসবে না। টানা এক সপ্তাহ প্রতিদিন স্প্রে করুন। দেখবেন বাড়ি ছারপোকা, তেলাপোকা মুক্ত হয়ে গিয়েছে।
advertisement
6/11
আরও একটি সহজ উপায় হল শসা। একটি খোসা-সহ কেটে নিন। এবার শসার টুকরোগুলি ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা শসার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে নিন। এবার একটি ব্রাশে শসার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে ছারপোকা, তেলাপোকার উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। অবিশ্বাস্য মনে হলেও ৫ মিনিটের মধ্যে ছারপোকা, তেলাপোকা দূর হবে।
advertisement
7/11
এছাড়াও আছে আরও একটি উপায়। ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে সেই সমস্ত জায়গায় ছিটিয়ে দিন যেখানে ছারপোকার উপদ্রব বেশি।
advertisement
8/11
ছারপোকা মারা যায় ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে। বেডরুমে ছারপোকা বেশি থাকলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন।
advertisement
9/11
ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করলে ছারপোকা মরে যাবে।
advertisement
10/11
শুধু তাই নয়, চাইলে ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
advertisement
11/11
ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে। আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে ছারপোকার আক্রমণ কমে। আর ছারপোকার বংশবিস্তারের বাধা পড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cockroach Hack: 'শসা' দিয়েই বাজিমাত...! মাত্র ৫ মিনিটে পালাবে ছারপোকা, তেলাপোকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল