Cockroach Problem in Summers: গরম পড়তেই রান্নাঘর-বাথরুমে বাচ্চা আরশোলার উপদ্রব শুরু, মুক্তি পাওয়ার দাওয়াই আছে ঘরেই! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cockroach Problem in Summers: গরমের দিন শুরু হয়েছে। রাত বাড়লেই বাড়িতে আরশোলার তাণ্ডব বাড়ছে। বিশেষ করে রান্নাঘর ও বাথরুমে ছোট ছোট আরশোলা ভরে যাচ্ছে। কী করবেন আরশোলা তাড়াতে?
advertisement
1/8

গরমের দিন শুরু হয়েছে। রাত বাড়লেই বাড়িতে আরশোলার তাণ্ডব বাড়ছে। বিশেষ করে রান্নাঘর ও বাথরুমে ছোট ছোট আরশোলা ভরে যাচ্ছে। কী করবেন আরশোলা তাড়াতে?
advertisement
2/8
ফিনাইল, কেরোসিন দিয়ে যতই পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন না কেন, আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাওয়া কিন্তু সহজ কাজ নয়।
advertisement
3/8
আরশোলা থেকে মুক্তি পেতে আমরা বাজার চলতি বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করি বটে, কিন্তু আরশোলার থেকেও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে সেগুলি। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে রাসায়নিক ব্যবহারের আগে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। জেনে নিন
advertisement
4/8
এক লিটার গরম জলে ১টা লেবু, ২ টেবল চামচ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিন৷ তারপর সিঙ্ক, রান্নাঘরের তাক, জল যাওয়ার আউটলেটগুলো মুছে নিন৷
advertisement
5/8
বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে নিন৷ এবার যেখানে যেখানে মনে হবে আরশোলার বাসা রয়েছে, সেখানে এই মিশ্রণটি স্প্রে করে দিন৷ বোরিক অ্যাসিড কিন্তু আরশোলার জন্য যম৷
advertisement
6/8
আরশোলা না মেরে যদি তাড়াতে চান, তাহলে তেজপাতার চেয়ে ভাল পন্থা আর বোধহয় নেই। তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ঘরের যে সব জায়গায় আরশোলার উৎপাত বেশি, সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন। কিংবা তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই ফোটানো জল সেই সব জায়গায় ছড়িয়ে দিন।
advertisement
7/8
গোলমরিচ, পেঁয়াজ ও রসুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তাতে ১ লিটার জল মেশান। এবার এই জল বাড়ির যে সব জায়গায় আরশোলার উৎপাত হয় সেখানে ছিটিয়ে দিন। এই মিশ্রণের গন্ধে আরশোলা দূর হবে।
advertisement
8/8
বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিম তেল। একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনের সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন আরশোলাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচ-কানাচে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cockroach Problem in Summers: গরম পড়তেই রান্নাঘর-বাথরুমে বাচ্চা আরশোলার উপদ্রব শুরু, মুক্তি পাওয়ার দাওয়াই আছে ঘরেই! জানুন