খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা...তাতেই 'খেল' খতম! 'ন্যাচারাল' টোটকায় জব্দ হাজার সমস্যা!
- Published by:Tias Banerjee
Last Updated:
Cloves After Meal: ভারতে খাবারের পর মুখশুদ্ধি খাওয়ার চল বহুদিনের। মৌরি, মিছরি, এলাচ কিংবা পান—নানা ধরনের মুখশুদ্ধির প্রচলন রয়েছে। তবে শুধু স্বাদবদল নয়, অনেক মুখশুদ্ধিরই রয়েছে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক গুণ। তবে এই মুখশুদ্ধিতে জব্দ সব রোগ!
advertisement
1/10

ভারতে খাবারের পর মুখশুদ্ধি খাওয়ার চল বহুদিনের। মৌরি, মিছরি, এলাচ কিংবা পান—নানা ধরনের মুখশুদ্ধির প্রচলন রয়েছে। তবে শুধু স্বাদবদল নয়, অনেক মুখশুদ্ধিরই রয়েছে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক গুণ।
advertisement
2/10
আয়ুর্বেদে লবঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখশুদ্ধি হিসেবে গণ্য করা হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, খাবার পরে ১-২টি লবঙ্গ ধীরে ধীরে চিবিয়ে খেতে, যাতে এর রস মুখের মধ্যে ভালভাবে মিশতে পারে। শুধু মুখের স্বাস্থ্যের জন্যই নয়, হজম শক্তি বাড়াতেও লবঙ্গের জুড়ি মেলা ভার।
advertisement
3/10
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ২০২৪ সালের গবেষণা অনুযায়ী, লবঙ্গে রয়েছে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস রোধী গুণ। এতে পাওয়া যায় ইউজেনল নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা— ✅ হজম ক্ষমতা উন্নত করে ✅ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ✅ গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম প্রতিরোধ করে।
advertisement
4/10
এছাড়াও লবঙ্গকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়। দাঁতের ব্যথা কমানো, মাড়ির ফোলা কমানো এবং দাঁতের স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘদিন ধরে লবঙ্গ তেল ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
5/10
লবঙ্গের আরও কিছু উপকারিতা--- 🔹 ঠান্ডা লাগলে লবঙ্গ চিবোলে জমা কফ সহজে বেরিয়ে আসে 🔹 সর্দি ও কাশি কমাতে কার্যকরী 🔹 ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে লবঙ্গ উল্লেখযোগ্য ভূমিকা নেয়।
advertisement
6/10
🔹 শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিস রোগীদের সাহায্য করে 🔹 এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
advertisement
7/10
বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পরে ১ থেকে ২টি লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকার অনেক। ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে, যাতে এর রস মুখে ভালভাবে মিশ্রিত হতে পারে।
advertisement
8/10
মাথাব্যথা কমায়: লবঙ্গের গন্ধ স্নায়ুকে শান্ত করে এবং মাথাব্যথা উপশমে সাহায্য করে 🔹 লিভারের জন্য উপকারী: গবেষণায় দেখা গিয়েছে, লবঙ্গ লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে
advertisement
9/10
তবে, বিশেষজ্ঞের মতে, বেশি পরিমাণে লবঙ্গ না খাওয়াই ভাল, কারণ এতে ইউজেনল বেশি থাকায় অতিরিক্ত গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
advertisement
10/10
(ডিসক্লেমার: প্রতিবেদনে উল্লেখিত তথ্য পরামর্শস্বরূপ। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা...তাতেই 'খেল' খতম! 'ন্যাচারাল' টোটকায় জব্দ হাজার সমস্যা!