Clove Side Effects: এঁরা ভুলেও জিভে ঠেকাবেন না লবঙ্গ! বেশি খেলেই বারোটা বাজবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গের! একে একে দেখা দেয় আরও বড় বিপদ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Clove Side Effects:দাঁতে ব্যথা, সর্দিকাশি, গলাব্যথার মতো সংক্রমণে অত্যন্ত কার্যকরী ঘরোয়া টোটকা হল লবঙ্গ৷ নানা ভাবে ব্যবহৃত করা হয় এই মশলা৷ তবে জানেন কি লবঙ্গরও আছে পার্শ্ব প্রতিক্রিয়া৷ অতিরিক্ত ব্যবহার করলে মুখোমুখি হবেন বহু সমস্যার৷
advertisement
1/6

রান্নাঘরের চির চেনা মশলা লবঙ্গকে বলা হয় সুপারফুড৷ পুষ্টিগুণ এবং উপকারিতার আধার এই মশলা যে কত রোগ সারিয়ে তোলে, সেটা বলে শেষ করা যায় না৷ আয়ুর্বেদ এবং কবিরাজি চিকিৎসায় বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এই মশলা৷
advertisement
2/6
দাঁতে ব্যথা, সর্দিকাশি, গলাব্যথার মতো সংক্রমণে অত্যন্ত কার্যকরী ঘরোয়া টোটকা হল লবঙ্গ৷ নানা ভাবে ব্যবহৃত করা হয় এই মশলা৷ তবে জানেন কি লবঙ্গরও আছে পার্শ্ব প্রতিক্রিয়া৷ অতিরিক্ত ব্যবহার করলে মুখোমুখি হবেন বহু সমস্যার৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, লবঙ্গের উপকারিতা অগণিত, তবে অতিরিক্ত সেবন ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে যদি লবঙ্গ তেল অতিরিক্ত ব্যবহার করা হয়, তবে এটি লিভারের ক্ষতি করতে পারে।
advertisement
4/6
কিছু লোকের লবঙ্গের প্রতি অ্যালার্জিও হতে পারে৷ যদি অ্যালার্জি হয়, তাহলে ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট ও গলাব্যথার মতো উপসর্গ দেখা দেয়৷
advertisement
5/6
গর্ভবতী মহিলা এবং শিশুদের সীমিত পরিমাণে এবং ডাক্তারের পরামর্শে লবঙ্গ খাওয়া উচিত। নয়তো হিতে বিপরীত হবে৷
advertisement
6/6
বেশি পরিমাণে লবঙ্গ খাওয়ার ফলে অ্যাসিডিটি, মুখে জ্বালাপোড়া এবং বমি বমি ভাবের মতো সমস্যা হতে পারে, তাই এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Clove Side Effects: এঁরা ভুলেও জিভে ঠেকাবেন না লবঙ্গ! বেশি খেলেই বারোটা বাজবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গের! একে একে দেখা দেয় আরও বড় বিপদ!