Tips And Tricks: বর্ষায় স্যাঁতস্যাঁতে জামাকাপড়ে শুধুই ড্যাম্পের গন্ধ? রোদ ছাড়াই ঘরোয়া টোটকায় এক নিমেষে সমাধান!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips and Tricks:বর্ষায় শুধুই ড্যাম্পের গন্ধ? চলুন জেনে নিই কিছু সহজ ঘরোয়া উপায়, যা রোদ ছাড়াও জামাকাপড় এবং কম্বল-কাঁথার গন্ধ দূর করতে দারুণ কার্যকর।
advertisement
1/7

বর্ষাকালে প্রকৃতি যেমন হয় সবুজে ঘেরা, ঠান্ডা ও সতেজ, তেমনই বাড়ির এক সমস্যাও মাথা চাড়া দেয় পোশাক কিংবা ভেজা কাঁথা বা কম্বলের গন্ধ। বর্ষায় ঠিকঠাক রোদ না থাকায় কাপড়গুলিতে জলীয় বাষ্প জমে গিয়ে তীব্র স্যাঁতসেঁতে গন্ধ ধরে। তখন প্রশ্ন ওঠে—রোদ নেই, তাহলে এই ভেজাভাব ও গন্ধ কীভাবে দূর করা সম্ভব? চলুন জেনে নিই কিছু সহজ ঘরোয়া উপায়, যা রোদ ছাড়াও পোশাক বা চাদরের গন্ধ দূর করতে দারুণ কার্যকর।
advertisement
2/7
১. বেকিং সোডা: স্যাঁতসেঁতে ভাব টেনে নেয় । রান্নাঘরে ব্যবহৃত সাধারণ বেকিং সোডা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে ভেজাভাব ও গন্ধ শুষে নিতে। পোশাক বা কাঁথা বা কম্বলে হালকা করে বেকিং সোডা ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা রেখে দিয়ে পরে ধুলো ঝেড়ে ফেলুন বা ভ্যাকুয়াম করুন। গন্ধ অনেকটাই কমে যাবে।
advertisement
3/7
২. ভিনিগার স্প্রে: ব্যাকটেরিয়া মারার কাজে সফল সাদা ভিনিগারও দারুণ কাজে দেয়। সমপরিমাণ জল ও সাদা ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর হালকা করে পোশাক বা কাঁথা বা কম্বলের ওপরে ছড়িয়ে দিন। এরপর খোলা ও হাওয়াবহুল জায়গায় রেখে দিন শুকোতে। কয়েক মিনিটের মধ্যেই ভেজা গন্ধ কেটে যাবে।
advertisement
4/7
৩. নিমপাতা বা কর্পূর: প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল নিমপাতা ও কর্পূরের অ্যান্টিফাঙ্গাল গুণ স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। কাঁথা বা কম্বলের ভাঁজের মধ্যে কয়েকটি নিমপাতা বা কর্পূর রেখে দিন। কয়েক ঘণ্টা পর আপনি দেখবেন গন্ধ চলে গেছে এবং একটা ঝাঁঝালো পরিষ্কার গন্ধ রয়ে গেছে।
advertisement
5/7
৪. হেয়ার ড্রায়ার: রোদ না থাকলেও গরম হাওয়া রোদ না পেলে হেয়ার ড্রায়ার দিয়ে কম্বলের বিভিন্ন অংশে হালকা গরম হাওয়া লাগান। তবে গরমের মাত্রা কম রাখবেন, না হলে কাপড়ের গুণমান নষ্ট হতে পারে।
advertisement
6/7
৫. কফি বিনস বা অ্যাক্টিভেটেড চারকোল: শোষক পদার্থ কফি বিনস বা অ্যাক্টিভেটেড চারকোলও ভেজাভাব ও গন্ধ টেনে নিতে দারুণ। ছোট কাপড়ের থলেতে ভরে কম্বল বা কাঁথার পাশে রেখে দিন। কয়েক ঘণ্টার মধ্যেই পার্থক্য টের পাবেন।
advertisement
7/7
৬. খোলা জায়গায় রাখুন সম্ভব হলে মাঝে মাঝে কাঁথা বা কম্বল খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। এতে ভেজাভাব ও গন্ধ দুটোই কমে যাবে। বর্ষাকালে কাঁথা বা কম্বলের গন্ধজনিত সমস্যা খুবই সাধারণ, কিন্তু একটু সচেতনতা আর সহজ কিছু উপায় কাজে লাগিয়ে আপনি তা অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন—রোদ ছাড়াও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips And Tricks: বর্ষায় স্যাঁতস্যাঁতে জামাকাপড়ে শুধুই ড্যাম্পের গন্ধ? রোদ ছাড়াই ঘরোয়া টোটকায় এক নিমেষে সমাধান!