Cloth Washing Tips: বর্ষায় কাপড় কাচার সময় এই জিনিস মেশান জলে, স্যাঁতসেঁতে দিনেও জামা থেকে ভুরভুর করে সুবাস বেরবে! সহজ টিপসেই ম্যাজিক
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Cloth Washing Tips: ঘরের মধ্যে কাপড় শুকালে সেখানে যথেষ্ট ফ্যানের হাওয়া দরকার। এবং সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করতে হবে। এতে ঘরে দুর্গন্ধ ছড়াবে না আর কাপড় দ্রুত শুকিয়ে যাবে।
advertisement
1/5

কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে নেওয়া উচিত। তবে এমন ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, যাতে লেবু বা গোলাপের সুবাস রয়েছে।
advertisement
2/5
আলমারিতে এক টানা অনেকদিন কাপড় পড়ে থাকলে ছত্রাক পড়তে পারে। তাই সেক্ষেত্রে মাঝে মধ্যে আলমারি বা ওয়ার্ড্রোবের কাপড় উল্টে পাল্টে তার ফাঁকে ফাঁকে ন্যাপথলিন রেখে দিতে হবে। সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর কোনও জীবাণু-নাশক লোশন মেশানো জলে কাপড় ধুয়ে নিতে হবে। সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
ঘরের মধ্যে কাপড় শুকালে সেখানে যথেষ্ট ফ্যানের হাওয়া দরকার। এবং সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করতে হবে। এতে ঘরে দুর্গন্ধ ছড়াবে না আর কাপড় দ্রুত শুকিয়ে যাবে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
ডেটল জল দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে কাজ দেয় খুব ভাল। জামাকাপড় ধুয়ে ডেটল জলে দশ মিনিট ডুবিয়ে রাখলে এতে কাপড়ে সুগন্ধ আসবে। আর রোদে শুকতে না পারলেও কোন জীবাণু বাসা বাঁধতে পারবে না। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cloth Washing Tips: বর্ষায় কাপড় কাচার সময় এই জিনিস মেশান জলে, স্যাঁতসেঁতে দিনেও জামা থেকে ভুরভুর করে সুবাস বেরবে! সহজ টিপসেই ম্যাজিক