TRENDING:

রান্নাঘর, বাথরুমের ড্রেনেজ বন্ধ? মাত্র ২৫ টাকার এই পাউডারেই মিলবে সমাধান! প্লাম্বার ডাকতেই হবে না!

Last Updated:
Tips And Tricks: প্রথমে যতই হালকাভাবে নেওয়া যাক, সময় গেলে এই সমস্যা এমন জায়গায় পৌঁছয় যে নিজের পক্ষে মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে ডাকা হয় প্লাম্বার, খরচ হয় পকেট থেকে মোটা টাকা। কিন্তু আজ আমরা এমন কিছু সহজ কৌশলের কথা বলব, যেগুলি ব্যবহার করে আপনি নিজেই ড্রেনের জট খুলে ফেলতে পারবেন!
advertisement
1/8
পাইপে জল যাচ্ছে না? ২৫ টাকার এই পাউডারেই মুশকিল আসান! গলগল করে বেরোবে জমে থাকা পুরনো ময়লা
রান্নাঘর বা বাথরুমের ড্রেন যদি আচমকা বন্ধ হয়ে যায়, তাহলে ঘরের ভিতরে যে অস্বস্তি তৈরি হয়, সেটা বলে বোঝানো যায় না। জল আটকে থাকে সিঙ্কে, বেসিনে, বাথরুমে আর একবার যদি সেই গন্ধ উঠতে শুরু করে, তখন তো হয়রানি চরমে।
advertisement
2/8
এমন পরিস্থিতিতে আমরা প্রায়শই নির্ভর করি প্লাম্বারের উপর, যা সময় ও অর্থ দুই-ই নষ্ট করে। কিন্তু যদি বলি, এই সমস্যার একমাত্রিক সমাধান রয়েছে মাত্র ২৫ টাকার মধ্যে?
advertisement
3/8
রান্নাঘর হোক বা বাথরুম, ড্রেনেজ লাইনে আটকে জল না নামা এক ভয়ানক ঝামেলা। প্রথমে যতই হালকাভাবে নেওয়া যাক, সময় গেলে এই সমস্যা এমন জায়গায় পৌঁছয় যে নিজের পক্ষে মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
advertisement
4/8
তখন বাধ্য হয়ে ডাকা হয় প্লাম্বার, খরচ হয় পকেট থেকে মোটা টাকা। কিন্তু আজ আমরা এমন কিছু সহজ কৌশলের কথা বলব, যেগুলি ব্যবহার করে আপনি নিজেই ড্রেনের জট খুলে ফেলতে পারবেন—তাও মাত্র ২৫ টাকার জিনিস দিয়েই!
advertisement
5/8
পশ্চিম চম্পারণের প্রখ্যাত প্লাম্বার ভোলা, যিনি প্রায় সাড়ে ২৫ বছর ধরে এই পেশায় যুক্ত, জানাচ্ছেন—ছোটখাটো ব্লকেজ হলে ফ্লেক্সিবল তার দিয়ে খোঁচালেই কাজ হয়ে যায়। কিন্তু যদি ব্লকটা বেশি জেদি হয়, তখন দরকার পড়ে একটি বিশেষ কেমিক্যাল পাউডারের।
advertisement
6/8
এই পাউডারটির নাম ড্রেনেক্স (Drainex)। এটি একটি কেমিক্যাল পাউডার, যা পাইপে জমে থাকা শক্ত ময়লা গলিয়ে দেয় মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যে। তার পর আপনি জল ঢাললেই সেই গলিত আবর্জনা বেরিয়ে গিয়ে ড্রেন পরিষ্কার হয়ে যায়।
advertisement
7/8
ধরুন রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের ড্রেন দিয়ে জল নামছে না—এমন পরিস্থিতিতে ওই কেমিক্যালগুলি সরাসরি ড্রেনের মুখে ঢেলে দিন। কেমিক্যাল ভেতরে গিয়ে ময়লার সঙ্গে প্রতিক্রিয়ায় ফেনা তৈরি করবে এবং ধীরে ধীরে সেই ময়লা গলে যাবে। দেড় ঘণ্টা পর নল খুললে জল আবার আগের মতোই সহজে বইতে শুরু করবে।
advertisement
8/8
তবে ভোলা বাবুর পরামর্শ—কোনও কেমিক্যাল ব্যবহারের সময় অবশ্যই সুরক্ষার দিকটি খেয়াল রাখতে হবে। যদিও এই কেমিক্যালগুলি ত্বক জ্বালিয়ে দেয় না, তবুও গ্লাভস, সানগ্লাস ও হাত-পা ঢাকা পোশাক পরে কাজ করা ভালো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রান্নাঘর, বাথরুমের ড্রেনেজ বন্ধ? মাত্র ২৫ টাকার এই পাউডারেই মিলবে সমাধান! প্লাম্বার ডাকতেই হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল