Cleaning Utensils: পুড়ে ঝামা বাসন? বিনা খাটনিতেই পোড়ার দাগ উধাও হবে, একেবারে নতুন ঝাঁ চকচকে হয়ে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বিভিন্ন কারণে বাসনে কালো দাগ পড়ে যায়৷ সেই কালি সহজে বাসন থেকে উঠতে চায় না৷ দেখে নিন কালি দূর করার সহজ ও ঘরোয়া উপায়৷
advertisement
1/6

জামা কাপড়ের মতো বাসন তো আর নতুন কেনা হয় না৷ কিন্তু তা বলে পুড়ে যাওয়া বাসন কি আর দেখতে ভাল লাগে! এই কয়েকটা ঘরোয়া উপায়ে সহজে বাসনের কালি পরিষ্কার করা সম্ভব৷ জেনে নিন৷
advertisement
2/6
বিভিন্ন কারণে বাসনে কালো দাগ পড়ে যায়৷ সেই কালি সহজে বাসন থেকে উঠতে চায় না৷
advertisement
3/6
বেকিং সোডাএক বালতি উষ্ণ গরম জলে বেকিং সোডা মিশিয়ে দিন৷ সেই জলে কিছুক্ষণ পোড়া বাসনগুলো রেখে দিন৷ তারপর ভাল করে ঘষে ঘষে ধুয়ে নিন৷
advertisement
4/6
লেবু ও নুনএকটা পাত্রে নুন ও লেবু মিশিয়ে নিন৷ তারপর পুড়ে যাওয়া বাসনে লেবুর বাইরের অংশ দিয়ে ভাল করে ঘষে নিন৷
advertisement
5/6
ভিনিগারএকটা টিসু পেপার নিন৷ এবার ভিনিগারে ১৫ মিনিট ভিজিয়ে নিন৷ তারপর ঘষে ঘষে ভাল করে তুলে নিন৷
advertisement
6/6
কোল্ড ড্রিঙ্কসএকটা পাত্রে কোল্ডড্রিঙ্কস ঢালুন৷ এবার অল্প আঁচে, গরম করে নিন৷ এর মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান পোড়া পাত্রের দাগ পরিষ্কার করে দেয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Utensils: পুড়ে ঝামা বাসন? বিনা খাটনিতেই পোড়ার দাগ উধাও হবে, একেবারে নতুন ঝাঁ চকচকে হয়ে উঠবে