Cleaning Tips: ঘরের মেঝে বড্ড অপরিষ্কার হয়ে গিয়েছে? জলে ফেলুন এই জিনিস, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Cleaning Tips: সাবধান, যদি মার্বেলের মেঝে হয়, তবে ভিনিগার দিয়ে একদমই পরিষ্কার করবেন না৷
advertisement
1/8

বারবার পরিষ্কার করেও মেঝে কিছুতেই চকচকে হচ্ছে না? শীতকালেও এই সমস্যা আরও বৃদ্ধি পায়৷ এই সময় বাতাসে ধুলোবালির পরিমাণও অনেকটা বৃদ্ধি পায়৷
advertisement
2/8
সেই ধুলোবালি গুলো ঘরের নান কোণায় জমতে জমতে ধুলোর একটা পরত পরে যায়৷ এই সময় খালি পায়ে হাঁটাও যায় না৷
advertisement
3/8
কিন্তু যতই ঘরে পরার আর বাইরে পরার স্লিপার আলাদা হোক না কেন! ময়লা রয়েই যায়৷
advertisement
4/8
অনেক সময় দেখা যাবে, শীতকালে জল দিয়ে পরিষ্কার করলেও সেই জেদি দাগ যায় না৷ অনেকে ডেটল থেকে শুরু করে নানা ধরনের কিছু ব্যবহার করে৷ তাতেও লাভের লাভ কিছুই হয় না৷
advertisement
5/8
সে ক্ষেত্রে অনেকেই ভিনিগার দিয়ে পরিষ্কার করেন৷ কিন্তু সাবধান, যদি মার্বেলের মেঝে হয়, তবে ভিনিগার দিয়ে একদমই পরিষ্কার করবেন না৷
advertisement
6/8
অন্যদিকে অনেকে ডিটারজেন্টের ব্যবহার করে৷ কিন্তু শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায়, পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়৷
advertisement
7/8
তবে উপায়? টুথপেস্ট৷ হ্যাঁ ঠিকই শুনেছেন, উপায় হল টুথপেস্ট৷ জলেতে সাদা টুথপেস্ট মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন৷
advertisement
8/8
তারপর জল দিয়ে পুরো ঘর মুছে নিন৷ এটি কিন্তু শুধু মাত্র মেঝেকে উজ্জ্বল করতেই নয়স ঘরের পরিবেশকে সতেজ করতেও সাহায্য করে৷ বন্ধ ঘরের গন্ধ দূর করতে সাহায্য করে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: ঘরের মেঝে বড্ড অপরিষ্কার হয়ে গিয়েছে? জলে ফেলুন এই জিনিস, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে