Clean Ceiling Fan: ১ মিনিটে ঝকঝকে তকতকে হবে 'নোংরা' সিলিং ফ্যান...! ঘরেই বানান ম্যাজিক 'সলিউশন'! সিক্রেট টিপস চাইবেন প্রতিবেশীরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Clean Ceiling Fan: অক্টোবরে দুর্গা পুজো, তারপরে আবার দীপাবলি। তাই উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই যদি চান নিজের ঘরের প্রতিটি কোণে আলো ছড়িয়ে যাক, তাহলে এই টিপস হাতে রাখুন। সবার আগে ঝটপট পরিষ্কার করে ফেলুন ফ্যানটি।
advertisement
1/14

ঘর পরিষ্কার থাকলে শুধু দেখতেই সুন্দর লাগে না শরীর ও মনকেও শান্তি দেয়। বিশেষ করে এই উৎসবের মরশুম আসতে না আসতেই এবার কোমর বেঁধে নেমে পড়েছেন অনেকে। ঘর পরিষ্কারের সময়ে সবথেকে কঠিন হয় সিলিং ফ্যান পরিষ্কার করার কাজ।
advertisement
2/14
অক্টোবরে দুর্গা পুজো, তারপরে আবার দীপাবলি। তাই উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই যদি চান নিজের ঘরের প্রতিটি কোণে আলো ছড়িয়ে যাক, তাহলে এই টিপস হাতে রাখুন। সবার আগে ঝটপট পরিষ্কার করে ফেলুন ফ্যানটি।
advertisement
3/14
আসলে ঘরের জানালা-দরজা, টেবিল চেয়ার এমনকি সোফা পরিষ্কার সহজ হলেও মানুষের কাছে সবচেয়ে কঠিন কাজ হল সিলিং ফ্যান পরিষ্কার করা। গোটা গরমকাল জুড়ে ফ্যান চলে প্রায় সব বাড়ির সব ঘরেই। আর তার ধুলো-ময়লাও চরমে পৌঁছয়।
advertisement
4/14
কিন্তু এই সিলিং ফ্যানটি একটু বেশি উচ্চতায় থাকায় মানুষ তা যখন তখন পরিষ্কার করতে পারে না। আর ময়লা জমা হতেই থাকে। এমতাবস্থায় তাদের আগের মতো সাদা ঝকঝকে করা কঠিন হয়ে পড়ে।
advertisement
5/14
যদি আপনার বাড়ির ফ্যানগুলিতে ধুলো-ময়লা আটকে থাকে এবং শুধুমাত্র একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে সক্ষম না হন, তাহলে আপনি এখানে উল্লেখিত কিছু টিপস ট্রাই করে দেখতে পারেন।
advertisement
6/14
১. আপনি যদি দুর্গাপুজোর আগেই আপনার ফ্যানটিকে একেবারে নতুন দেখতে চান, তবে এটি পরিষ্কার করতে প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে ধুলো মুছুন। মনে রাখবেন আগে কখনই ভেজা কাপড় দিয়ে মুছবেন না।
advertisement
7/14
২. এবার আপনি বাড়িতে নিজেই বানিয়ে নিন ফ্যান পরিষ্কার করার জন্য ক্লিনার। এর জন্য আপনার খুব বেশি উপাদানের প্রয়োজন নেই। একটি কাপে ১ চা চামচ বেকিং পাউডার এবং ১ চা চামচ সাদা ভিনেগার যোগ করুন। এতে কিছুটা জল মেশাতে পারেন।
advertisement
8/14
এই তরলে একটি সুতির কাপড় ডুবিয়ে ফ্যানটি মুছুন। ফ্যান পরিষ্কার করার আগে পাওয়ার বন্ধ করুন। প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে একবার ফ্যানের ব্লেড পরিষ্কার করুন। তারপর বেকিং পাউডার এবং ভিনেগার থেকে প্রস্তুত তরল দিয়ে মুছুন। তারপর দেখুন আপনার ফ্যান কেমন জ্বলজ্বল করে।
advertisement
9/14
৩. আবার ভিনেগার এবং লেবুর রস থেকে তৈরি তরল দিয়েও ফ্যান পরিষ্কার করতে পারেন। এর জন্য সমপরিমাণ ভিনেগার ও লেবুর রস নিন। একটি কাপড়ে এই তরল দিয়ে ফ্যানের ব্লেডগুলি পরিষ্কার করুন।
advertisement
10/14
আপনি এটি ১০-১৫ মিনিটের জন্য রেখে দিতে পারেন এবং তারপরে একটি কাপড় দিয়ে ব্লেডগুলি মুছুন। ব্লেডের ওপর জমে থাকা ময়লা ভাল ভাবে মুছে ফেলার জন্য আপনাকে একবার স্ক্রাব দিয়ে ঘষে নিতে হবে।
advertisement
11/14
৪. আপনার যদি ভিনেগার বা লেবু না থাকে, তাহলেও কুছ পরোয়া নেই। ১ চা চামচ ডিটারজেন্ট পাউডারে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি সলিউশন তৈরি করুন। এর মধ্যে কিছু জলও যোগ করুন।
advertisement
12/14
এবার ফ্যান খুলে নামিয়ে রাখুন। প্রথমে জল দিয়ে ব্লেড মুছে নিন। তারপর স্ক্রাবার বা ব্রাশের সাহায্যে ব্লেড ঘষে নিন। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। ব্লেডগুলিতে ডিটারজেন্ট পাউডার দ্রবণ প্রয়োগ করুন।
advertisement
13/14
এরপর কিছুক্ষণ রেখে দিন এবং তারপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছুন। উৎসবের আগেই এই সহজ কৌশলগুলি ব্যবহার করে দ্রুত পাল্টে ফেলুন ঘরের ভোল।
advertisement
14/14
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Clean Ceiling Fan: ১ মিনিটে ঝকঝকে তকতকে হবে 'নোংরা' সিলিং ফ্যান...! ঘরেই বানান ম্যাজিক 'সলিউশন'! সিক্রেট টিপস চাইবেন প্রতিবেশীরা