Citrus food in Acidity: টক খেলে কি গ্যাস, অম্বল, বদহজম বাড়ে? জানুন পুষ্টিবিদের মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Citrus food in Acidity: অনেকেরই ধারণা, গ্যাস, অম্বলের সমস্যায় টকজাতীয় খাবার খেলে সমস্যা বাড়ে৷ সত্যিই কি টক খেলে গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যায়?
advertisement
1/7

অনেকেরই ধারণা, গ্যাস, অম্বলের সমস্যায় টকজাতীয় খাবার খেলে সমস্যা বাড়ে ৷ তাই তারা সব রকম লেবুজাতীয় ফল খাওয়া থেকে দূরে থাকেন।
advertisement
2/7
কিন্তু সত্যিই কি টক খেলে গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যায়? জানিয়েছেন পুষ্টিবিদ লিউক কুটিনহো৷ দূর করেছেন একাধিক ভুল ধারণা৷
advertisement
3/7
পুষ্টিবিদের মতে, গ্যাস অম্বল বা গ্যাসের সমস্যা হলে টক বর্জনীয়, তা নয়৷ কারণ বেশির ভাগ টকজাতীয় ফল পাকস্থলীতে পৌঁছনর পর অম্লত্ব হারিয়ে ক্ষারীয় পদার্থে পরিণত হয় ৷
advertisement
4/7
টক জাতীয় খাবারে নানারকম বায়ো অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো মৌলিক উপাদান থাকায় তা দেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ৷ সাহায্য করে পরিপাকে ৷
advertisement
5/7
গ্যাস, অম্বল, বদহজমের কারণ হতে পারে অতিরিক্ত তেলমশলাদার খাবার খাওয়া, ভাল করে চিবিয়ে না খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, অনিদ্রা ও , কম জলপান, উদ্বেগের মতো একাধিক কারণ ৷ তাই টক জাতীয় খাবার বর্জন না করে পরিপাক ক্রিয়ার এই দিক গুলিতে নজর দিতে হবে ৷
advertisement
6/7
তবে যে কোনও খাবার থেকেই অ্যালার্জির সমস্যা হতে পারে ৷ দেখা দিতে পারে অন্যান্য শারীরিক সমস্যাও ৷ তাই টকজাতীয় খাবার ডায়েটে রাখবেন কিনা, রাখলেও কতটা রাখবেন সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন ৷
advertisement
7/7
গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা থাকলে টকজাতীয় খাবার খান ৷ কিন্তু বেশি পরিমাণে খাবেন না ৷ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েটে টক খাবার রাখুন ৷ তাহলে অ্যাসিডিটি এড়িয়েই উপভোগ করা যাবে অম্লত্ব৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Citrus food in Acidity: টক খেলে কি গ্যাস, অম্বল, বদহজম বাড়ে? জানুন পুষ্টিবিদের মত