Cinnamon Hacks: রান্নার বাইরে এত কাজে লাগে দারচিনি! ৪ নম্বরটা জানলে তো চমকে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cinnamon Hacks: দারচিনিকে কাজে লাগাতে পারেন সাংসারিক নানা কাজেও।
advertisement
1/6

দারচিনি আমাদের রান্নাঘরের অতি পরিচিত মশলা। রান্নার স্বাদ বৃদ্ধি ছাড়াও আরও বহু গুণ আছে এই ভারতীয় মশলার। ওষধি বিশেষত্ব তো বটেই। দারচিনিকে কাজে লাগাতে পারেন সাংসারিক নানা কাজেও।
advertisement
2/6
দারচিনির গুঁড়ো রেখে দিন রান্নাঘর ও বাড়ির অন্যত্র কোণায় কোণায়। পোড়াতেও পারেন দারচিনি। এতে দূর হবে দুর্গন্ধ। দারচিনির মিষ্টি গন্ধে ভরে থাকবে চারপাশ।
advertisement
3/6
আলমারি, ঘরের বিভিন্ন জায়গা, রান্নাঘর, বাথরুমে ছোট ছোট পাত্রে রাখুন দারচিনির টুকরো। কমবে কীটপতঙ্গের উপদ্রব।
advertisement
4/6
গাড়িতে যাওয়ার সময় অনেকেই ভোগেন মোশন সিকনেসে। এই সমস্যা থাকলে হাতে রাখুন কয়েকটা দারচিনি। সেটা মাঝে মাঝে শুঁকতে থাকুন। দূর হবে গা বমি বমি ভাব।
advertisement
5/6
বাড়ির আসবাবপত্রের গায়ে অনেক সময় আঁচড় লেগে যায়। সেখানে লাগিয়ে নিন দারচিনির গুঁড়ো। হাল্কা হাতে ঘষুন। কিছু ক্ষণ পর মিলিয়ে যাবে আঁচড়ের দাগ।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cinnamon Hacks: রান্নার বাইরে এত কাজে লাগে দারচিনি! ৪ নম্বরটা জানলে তো চমকে উঠবেন