Skin Diseases Hives Home Remedies: শরীরের যেখানে সেখানে ছুলির দাগে লজ্জায় পড়তে হয়? রইল টোটকা...নিমেষে সারবে এই চর্মরোগ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Skin Diseases Hives Home Remedies: ত্বকের এই অসুখ থেকে রেহাই পেতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চর্মরোগ বিশেষজ্ঞের কথামতো ওষুধ খেতে হবে। কিন্তু এই অসুখের কিছু ঘরোয়া টোটকাও আছে। সে বিষয়ে বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
advertisement
1/10

তীব্র গরমের মধ্যেই আচমকা হাজির বৃষ্টি। গরমের ঘামের সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া মিশলে ভারতীয় ত্বকে ছুলির সংক্রমণ দেখা দেয়। এই চর্মরোগে নাকাল হতে হয় ভারতীয়দের।
advertisement
2/10
ত্বকের এই অসুখ থেকে রেহাই পেতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চর্মরোগ বিশেষজ্ঞের কথামতো ওষুধ খেতে হবে। কিন্তু এই অসুখের কিছু ঘরোয়া টোটকাও আছে। সে বিষয়ে বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/10
দীর্ঘ দিন স্টেরয়েডজাতীয় ওষুধ খেলেও এই সমস্যা হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, অন্যের ব্যবহার করা জিনিস ব্যবহার করলেও এই চর্মরোগ দেখা দিতে পারে।
advertisement
4/10
রোজ দু’বার ছুলির উপর দিন লেবুর রস। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/10
লেবুর অর্ধাংশে চিনি মাখিয়ে স্ক্রাব তৈরি করেও মালিশ করতে পারেন ছুলির উপর। অসুখের প্রকোপ কমবে। মিলিয়ে আসবে এর দাগও।
advertisement
6/10
ছুলির উপর দিনে দু’বার নারকেল তেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে আক্রান্ত জায়গায় নারকেল তেল লাগিয়ে ঘুমোতে যেতে পারেন।
advertisement
7/10
টম্যাটোর রস লাগিয়ে রাখুন ছুলিতে। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এটা করতে পারেন। তর্জনী দিয়ে ভাল করে মালিশ করে নিন।
advertisement
8/10
ছুলি কমাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসও। পেঁয়াজের অর্ধেক টুকরো ঘষে নিন হাল্কা হাতে ছুলির উপর। দিনে দু’বার এটা করুন।
advertisement
9/10
২-৩ চামচ টক দই লাগান ছুলির উপর। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। দিনে ৩ থেকে ৪ বার করুন এই টোটকা।
advertisement
10/10
অ্যালোভেরার ঠান্ডা জেলি লাগিয়ে রাখুন ছুলি আক্রান্ত জায়গায়। ২০ মিনিট পর ধুয়ে নিন ঠান্ডা জলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Diseases Hives Home Remedies: শরীরের যেখানে সেখানে ছুলির দাগে লজ্জায় পড়তে হয়? রইল টোটকা...নিমেষে সারবে এই চর্মরোগ