Christmas Bow Barrack Cake: ক্রিসমাসে বো ব্যারাকে বিরাট চমক, সবথেকে পুরনো বেকারি-তে কী থাকছে?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
যেটি বো ব্যারাকের অন্যতম প্রাচীন ও বিখ্যাত দোকান। যেখানে ছানার কেকের পাশাপাশি ওয়াইন কেকও আপনি পেয়ে যাবেন।
advertisement
1/6

ডিসেম্বর মাস পড়ে গিয়েছে আর ডিসেম্বর মাস মানেই ক্রিসমাস বা বড়দিন উৎসব। এই সময় লক্ষ লক্ষ বাঙালি ভিড় করে কলকাতার পার্ক স্ট্রিটে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট যাওয়ার পাশাপাশি প্রচলন রয়েছে একাধিক কেক পেস্ট্রি চকলেট ইত্যাদি খাওয়ার। তবে এই সমস্ত বেশিরভাগ কেকগুলি তৈরি করা হয় ময়দা দিয়ে।
advertisement
3/6
তবে কলকাতার অন্যতম বিখ্যাত জায়গাগুলির মধ্যে একটি গো ব্যারাকে রয়েছে একটি বহু পুরনো দোকান যেখানে পাওয়া যায় ছানার কেক।
advertisement
4/6
ছানা, মাখন, চিনি ইত্যাদি সহযোগে এই কেক বানানো হয়। যা খেতে হয় অত্যন্ত সুস্বাদু চিজ কেকের মতোই। ইতিমধ্যে বেশ কিছু সোশ্যাল অনুরাগীরা ইতিমধ্যে সেখানে গিয়ে ভাইরাল করেছে দোকানটিকে।
advertisement
5/6
দোকানটির নাম জে এন বড়ুয়া। যেটি বো ব্যারাকের অন্যতম প্রাচীন ও বিখ্যাত দোকান। যেখানে ছানার কেকের পাশাপাশি ওয়াইন কেকও আপনি পেয়ে যাবেন।
advertisement
6/6
তাহলে এবছর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট যাওয়ার পাশাপাশি চলে আসুন বো ব্যারাকে এই দোকানের ছানার কেক ট্রাই করতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Christmas Bow Barrack Cake: ক্রিসমাসে বো ব্যারাকে বিরাট চমক, সবথেকে পুরনো বেকারি-তে কী থাকছে?