Egg Chowmin Roll : এগরোলের পুর চাউমিন, একসঙ্গে সবটাই পাবেন মাত্র ২০ টাকায়! টেস্টি এই খাবার খেতে আসতে হবে কোথায়? জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
সুস্বাদু এগ চাউমিন রোল,দাম মাত্র ২০ টাকা, খাদ্য প্রেমীদের জন্য সুখবর!
advertisement
1/6

কোটশিলা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : খাদ্য প্রেমীদের খাবারের নাম শুনলেই জিভে জল আসে। তা সে দুপুরের লাঞ্চ হোক, কিংবা রাতের ডিনার , কিংবা ইভিনিং স্নাক্স। তবে ইভিনিং স্ন্যাকসের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে সকলের। আর তা যদি হয় একেবারে পকেট ফ্রেন্ডলি দামে তাহলে তো আর কোনও কথাই থাকে না।
advertisement
2/6
পুরুলিয়ার কোটশিলা টালি সেন্টার পাওয়া যায় দুর্দান্ত একটি রোল। মাত্র ২০ টাকায় এই এগ চাউমিন রোল বিক্রি হয় এখানে। বিগত ১৬ বছর ধরে রয়েছে একটি ফাস্টফুডের দোকানে এই অভিনব স্বাদের এগ চাউমিন রোল পাওয়া যায়।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ পিস রোল বিক্রি হয় এখানে। সন্ধ্যে নামতেই ক্রেতাদের ভিড় উপচে পড়ে এই দোকানে। দ্রব্য মূল্যের এই বাজারে মাত্র ২০ টাকাতে এই ভিন্ন স্বাদের রোল পাওয়া যায় শুধু এখানেই।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
এ বিষয়ে দোকানের ব্যবসায়ী গুড্ডু কুমার বলেন, বিগত বহু বছর ধরে তিনি এই দোকান চালাচ্ছেন। মাত্র ২০ টাকার বিনিময়ে তিনি এগ চাওমিন রোল বিক্রি করছেন। এমনি দিনে ১৫০ থেকে ২০০ পিস রোল বিক্রি হয়। আর হাটের দিনে প্রায় ৩০০ থেকে ৩৫০ পিস রোল বিক্রি হয়।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, বাজারে এই দামে আর কোথাও রোল পাওয়া যায় না। একেবারে কম দামে রোল কিনতে পারেন তারা। স্বাদ খুবই ভালো। খুবই খুশি তারা এত কম দামে রোল পান বলে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
খাদ্য প্রেমীদের ফাস্টফুড ছাড়া যেন দিন কাটে না। আর তার মধ্যে যদি পাওয়া যায় একেবারে কম দামে সুস্বাদু রোল তাহলে আনন্দের আত্মহারা হয়ে ওঠেন তারা। পুরুলিয়ার ফাস্টফুডের তালিকায় নয়া সংযোজন হয়ে উঠেছে এই এগ চাউমিন রোল।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg Chowmin Roll : এগরোলের পুর চাউমিন, একসঙ্গে সবটাই পাবেন মাত্র ২০ টাকায়! টেস্টি এই খাবার খেতে আসতে হবে কোথায়? জানুন