TRENDING:

Chocolate: চকোলেট-এ জিভে জল? বলুন তো,কে প্রথম আবিষ্কার করেছিল চকোলেট? নামটা শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকেই সারা ইউরোপে চকোলেট এবং কোকো দারুন জনপ্রিয়তা লাভ করে
advertisement
1/7
চকোলেট-এ জিভে জল? বলুন তো,কে প্রথম আবিষ্কার করেছিল চকোলেট? জানলে অবাক হবেন
বাচ্চা হোক কী বুড়ো... চকোলেট খেতে কে না ভালবাসে! কিন্তু জানে কি, কে আবিষ্কার করেছিল এই চলোকেট? নামটা শুনলে চোখ কপালে উঠবে।লেখা-- জুলফিকার মোল্যা
advertisement
2/7
শুধু আমেরিকাই নয়, ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক ক্রিস্টোফার কলোম্বাস আবিষ্কার করেছিলেন চকোলেট-ও। আমেরিকা আবিষ্কার করতে গিয়েই  চমকপ্রদ ভাবে আবিষ্কার করে ফেলেন চকোলেট।লেখা-- জুলফিকার মোল্যা
advertisement
3/7
আমেরিকায় পৌঁছে কলোম্বাস দেখেন, সে দেশের আদিবাসীরা ক্যাক্যাও নামে একজাতের ফল থেকে সুস্বাদু পানীয় তৈরি করছে। ক্যাক্যাও গাছের ফল থেকে শাঁস বার করে রোদে শুকিয়ে নেয়। তারপর ছেলে-বুড়ো সবাই ওগুলো খায়। এটা দেখে ভারী মজা লাগলো কলোম্বাসের।
advertisement
4/7
তারপর একজন আদিবাসী সর্দার তাঁকেও ক্যাক্যাও গাছের ফলের তৈরি পানীয় পান করালেন। কলোম্বাস দেখলেন পানীয়টি খেতে বেশ। খেলে মনে খুব ফূর্তি হয়, স্বাদটাও অদ্ভুত। শরীরের অবসন্নতা কেটে যায়। কলোম্বাসের মনে ধরে গেল সেই পানীয়।
advertisement
5/7
কলোম্বাস যখন দেশে ফিরে এলেন, তখন সঙ্গে করে নিয়ে এলেন অনেকগুলো ক্যাক্যাও ফল। আর ক্যাক্যাও ফল থেকে কেমন করে পানীয় তৈরি করতে হয় সে বিদ্যাটা-ও রপ্ত করে এলেন। তারপর দেশে এসে প্রচার করলেন তাঁর এই নতুন আবিষ্কার।
advertisement
6/7
এই ক্যাক্যাও গাছের ফল থেকে তৈরি হতে থাকল নানা রকম সুস্বাদু খাবার। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকেই সারা ইউরোপে চকোলেট এবং কোকো দারুন জনপ্রিয়তা লাভ করে ।
advertisement
7/7
অবশ্য এর সঙ্গে দুধ, চিনি এবং আর-ও অনেক রকমের জিনিসও মিশিয়ে অনেক গবেষণা করে তবেই তৈরি হয়েছে বর্তমানের আধুনিক চকোলেট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chocolate: চকোলেট-এ জিভে জল? বলুন তো,কে প্রথম আবিষ্কার করেছিল চকোলেট? নামটা শুনলে চোখ কপালে উঠবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল