Chinrhe in Diabetes: চাল থেকে তৈরি চিঁড়ে কি খাওয়া যায় ব্লাড সুগারে? চিঁড়ে খেলে কী হয় ডায়াবেটিসে? জানুন লাভক্ষতির বহর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chinrhe in Diabetes:প্রোবায়োটিক চিঁড়ে ওজন কমাতে সাহায্য করে। চিঁড়ের ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে।
advertisement
1/7

যে কোনও ঋতুতে রোগীর পথ্য বা স্বাদবাহারি পদে চিঁড়ের কোনও তুলনা নেই। এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু ব্লাড সুগারে কি চিঁড়ে বা পোহা খাওয়া যায়? সংশয় দূর করেছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
2/7
চিঁড়ের গ্লাইসেমিক ইনডেক্স ৩৮ থেকে ৬৪। চালের অন্যান্য খাবারের তুলনায় এই মাত্রা কম। হজম হতেও সময় বেশি লাগে। তাই ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
advertisement
3/7
প্রোবায়োটিক চিঁড়ে ওজন কমাতে সাহায্য করে। চিঁড়ের ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে।
advertisement
4/7
ভাতের তুলনায় স্টার্চ কম। তাই ডায়াবেটিকরা খেতেই পারেন চিঁড়ে। আয়রনের ভাণ্ডার চিঁড়ে শরীরে রক্তকণিকা তৈরি করে।
advertisement
5/7
ক্যালসিয়াম, আয়রন, ফোলিক অ্যাসিডের গুণে চিঁড়ে কার্বসকে পরিণত করে এনার্জি বা কর্মশক্তিতে।
advertisement
6/7
প্রাতরাশ, দুপুরের খাবার বা রাতে হাল্কা খাবার হিসেবে চিঁড়ে খেতে পারেন ব্লাড সুগারের রোগীরা। কারণ চিঁড়ে সহজপাচ্য।
advertisement
7/7
ফাইবারে ভরা চিঁড়ে সাধারণত সকালে খাওয়া হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিকরা তাঁদের ডায়েটে পরিমিত পরিমাণে চিঁড়ে রাখুন। বলছেন পুষ্টিবিদরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chinrhe in Diabetes: চাল থেকে তৈরি চিঁড়ে কি খাওয়া যায় ব্লাড সুগারে? চিঁড়ে খেলে কী হয় ডায়াবেটিসে? জানুন লাভক্ষতির বহর