TRENDING:

Breakfast for Child: এই ‘২’ খাবার খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন না তো আপনার বাচ্চাকে? অজান্তেই করছেন ওর বড় ক্ষতি! বদলে বাচ্চাকে রোজ সকালে দিন ‘এটা’

Last Updated:
Breakfast for Child:ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি মনে করেন ব্রেকফাস্টের উপর নির্ভর করে সারাদিন বাচ্চা কতটা সক্রিয় থাকবে, তার সারা দিন কেমন যাবে৷ মস্তিষ্কের কার্যকারিতার উপরও প্রভাব ফেলে ব্রেকফাস্ট বা প্রাতরাশ৷
advertisement
1/10
এই ‘২’ খাবার খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন না তো আপনার বাচ্চাকে? অজান্তেই করছেন ওর বড় ক্ষতি!
বাচ্চা কী খেয়ে স্কুলে যায়? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ বাবা মা-ই বলবেন দুধ-বিস্কিট, একগ্লাস দুধ বা কিছুই খেয়ে যায় না৷ এখানেই তৈরি হচ্ছে সমস্যা৷ আদতে এই অভ্যাস বাচ্চার ক্ষতি করছে৷ বলছেন চিকিৎসক সব্যসাচী দাস৷
advertisement
2/10
এই মর্মে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে কী খাওয়ানো উচিত৷ কী খাওয়ানো একদমই ঠিক নয়৷
advertisement
3/10
চিকিৎসক সব্যসাচীর মতে ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি মনে করেন ব্রেকফাস্টের উপর নির্ভর করে সারাদিন বাচ্চা কতটা সক্রিয় থাকবে, তার সারা দিন কেমন যাবে৷ মস্তিষ্কের কার্যকারিতার উপরও প্রভাব ফেলে ব্রেকফাস্ট বা প্রাতরাশ৷
advertisement
4/10
দুধ বা দুধ বিস্কিট খাইয়ে সাতসকালে বাচ্চাকে স্কুলে পাঠানোর অভ্যাসের পক্ষপাতী নন তিনি৷ তিনি বলেন সকালে পেটভরে বাচ্চা না খেলে তার নানারকম সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/10
সকালে স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে দিতে হবে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার৷ বলেন ডাক্তার সব্যসাচী৷ দিনের শুরুতে পেট ভরে খেলে বদজহম, আলসার, গ্যাস্ট্রিক, ওবেসিটি, অপুষ্টি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না তার৷ মানসিক ও শারীরিক দিক থেকে দিনভর সুস্থ থাকবে৷
advertisement
6/10
ডাক্তারের মতে সকালে স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে দিতে হবে দানাশস্য৷ যেমন তাতে থাকতে পারে ভাত, কর্নফ্লেক্স৷ আবার দিতে পারেন রুটি৷ এমনকী, মাঝে মাঝে লুচিও দেওয়া যাবে৷
advertisement
7/10
সিরিয়ালস, পালস, প্রোটিন থাকতেই হবে বাচ্চার প্রাতরাশে৷ ভাত-ডাল-তরকারি-মাছ দিয়ে সময় ধরে পেটভরে খাওয়াতে হবে বাচ্চাকে৷ স্কুলে যাওয়ার আগে দিনের শুরুতে এটাই সেরা খাবার৷
advertisement
8/10
যদি এত খাওয়ার জন্য সময় না থাকে তাহলে দেওয়া যেতে পারে রুটি তরকারি বা দুধ কর্নফ্লেক্স বা পাউরুটি ডিমসিদ্ধ কলা৷ সঙ্গে ফলও থাকতে পারে৷ তবে খালি পেটে ফল বাচ্চাদের না দেওয়াই ভাল৷ কারণ এতে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
9/10
ফলের রস, ছাতু খাওয়ানোরও পক্ষপাতী নন তিনি৷ কারণ তাঁর মতে সকালে প্রথম খাবার ফলের রস, ছাতু হলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে৷ তাই ছাতুর শরবত দিনের অন্য সময়ে দিতে পারেন৷ স্কুল যাওয়ার আগে ব্রেকফাস্টে নৈব নৈব চ৷
advertisement
10/10
ব্রেকফাস্ট খুব প্রয়োজনীয়৷ প্রাতরাশ না করলে মস্তিষ্ক-সহ শরীরে তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ে৷ তাই পেট ভরে খাইয়ে স্কুলের জন্য বাচ্চাকে তৈরি করুন৷ যাতে দিনভর তরতাজা থাকতে পারে আপনার সন্তান৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Breakfast for Child: এই ‘২’ খাবার খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন না তো আপনার বাচ্চাকে? অজান্তেই করছেন ওর বড় ক্ষতি! বদলে বাচ্চাকে রোজ সকালে দিন ‘এটা’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল