Child Heart Attack Symptoms: টিফিন খেতে বসে 'মাল্টিপল' হার্ট অ্যাটাকে মৃত্যু ৯-এর মেয়ের, শিশুদের হৃদরোগের লক্ষণ কী কী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Child Heart Attack Symptoms: এক মর্মান্তিক ঘটনায়, রাজস্থানের ৯ বছর বয়সি এক শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানা যায় কয়েকদিন আগেই। শিশুদের হার্টে কী ধরনের সমস্যা হতে পারে?
advertisement
1/8

এক মর্মান্তিক ঘটনায়, রাজস্থানের ৯ বছর বয়সি এক শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানা যায় কয়েকদিন আগেই। চতুর্থ শ্রেণির ছাত্রী প্রাচী কুমাওয়াত দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সে ভেঙে পড়ে, আর কখনও ঘুম থেকে উঠতে পারেনি।
advertisement
2/8
বেশিরভাগ মানুষ যখন হার্ট অ্যাটাকের কথা ভাবেন, তখন তারা বয়স্কদের কথা ভাবেন, শিশুদের নয়। তবে, শিশুদের মধ্যে হৃদরোগের সমস্যা বিরল হলেও, তা ঘটতে পারে এবং গুরুতর। শিশুদের হৃদরোগ সম্পর্কে পাঁচটি তথ্য এখানে দেওয়া হল যা আপনি হয়তো জানেন না।
advertisement
3/8
শিশুদের হার্টে কী ধরনের সমস্যা হতে পারে?
advertisement
4/8
কার্ডিওলজিস্ট বিকাশ মজুমদারের মতে, শিশুদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা দু’প্রকারের হয়ে থাকে। প্রথমটি হল জন্মগত। আর দ্বিতীয়টি জন্মের পরে হওয়া সমস্যা।
advertisement
5/8
হৃদযন্ত্রে ত্রুটি থাকলেও তা জন্মের সময় ধরা না-ও পড়তে পারে। সে ক্ষেত্রে জন্মের কিছু পর থেকে হৃদ্যন্ত্রে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। যেমন, শিশুর অল্পেই হাঁপ ধরবে। খেলাধূলার সময়ে ক্লান্ত হয়ে পড়বে, শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। এই সব ছোট ছোট লক্ষণ এড়িয়ে গেলে চলবে না।
advertisement
6/8
শিশুর হার্টের রোগ যদি ধরা না পড়ে, তা হলে আরও নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন, কাওয়াসাকি ডিজিজ হতে পারে। এই রোগ হলে জ্বর হয়।
advertisement
7/8
ভাইরাসের সংক্রমণ হলে যেমন জ্বর হয়, এই শিশুদের অনেকটা সেই ধরনের জ্বর আসে। সঙ্গে গা ব্যথা হয়। এর পাশাপাশি, চোখ ও জিভ ভীষণ লাল হয়ে যায়। রিউম্যাটিক হার্ট ডিজিজও হতে পারে। চিকিৎসক জানাচ্ছেন, হৃদপিণ্ডের সমস্যার ফলে এই রোগ হয়। এই রোগেরও প্রাথমিক লক্ষণ জ্বর, গা ব্যথা। সঙ্গে হাঁপানি। এই রোগটিই বর্তমানে শিশুদের মধ্যে বেশি হচ্ছে।
advertisement
8/8
বাবা-মায়েদের শুধু খেয়াল রাখতে হবে, শিশুর ওজন বাড়ছে কি না। তা হলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ জরুরি। হার্টের রোগ থাকলে বেশি দৌড়োদৌড়ি, বাস্কেটবল, টেনিস বা ব্যাডমিন্টনের মতো খেলা থেকে বিরত থাকতে হবে। পরিবারে হার্টের রোগের ইতিহাস থাকলে, মাঝে মাঝেই চেকআপও করাতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Heart Attack Symptoms: টিফিন খেতে বসে 'মাল্টিপল' হার্ট অ্যাটাকে মৃত্যু ৯-এর মেয়ের, শিশুদের হৃদরোগের লক্ষণ কী কী?