Child Care: সন্তানের চোখ নিয়ে হেলাফেলা নয়! দৃষ্টিশক্তি ঠিকাছে তো? পরীক্ষা করুন নিজেই
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Child Care: চোখের ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে বাড়িতে আপনার সন্তানের চোখ পরীক্ষা করে দেখতে পারেন একবার যে তার চোখে পাওয়ার এসেছে কিনা।
advertisement
1/7

বহু বাচ্চা স্কুল থেকে ফিরে অভিভাবকদের বলে শিক্ষক-শিক্ষিকা বোর্ডে যা লিখছে লাস্ট বেঞ্চে বসে তা সে দেখতে পারছে না। আবার অনেকের খুব মাথা ব্যথা হচ্ছে।
advertisement
2/7
তাই, চোখের ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে বাড়িতে আপনার সন্তানের চোখ পরীক্ষা করে দেখতে পারেন একবার যে তার চোখে পাওয়ার এসেছে কিনা।
advertisement
3/7
১- একটি ভিশন চার্ট প্রস্তুত করতে হবে। তাতে লাইন দিয়ে বিভিন্ন ইংরেজি বা বাংলা অক্ষর বিভিন্ন সাইজের রাখতে হবে। চার্টের সবচেয়ে বড় অক্ষরটি প্রায় এক ইঞ্চি লম্বা হওয়া দরকার।
advertisement
4/7
২-একটি দেয়ালে চার্ট টেপ দিয়ে ঝুলিয়ে দিন। চার্ট থেকে আপনার সন্তানের চেয়ারটি দশ ফুট দূরে রাখুন।
advertisement
5/7
৩- চার্টটি আলোকিত করতে একটি ফ্ল্যাশলাইট বা অন্যান্য আলোর ব্যবহার করুন। যদি আপনার শিশু আলোর সমস্যার কারণে দৃষ্টি চার্ট দেখতে না পারে, তাহলে বাড়িতে দৃষ্টি পরীক্ষা সঠিক হবে না।
advertisement
6/7
৪- তারপর আপনার সন্তানের একটি চোখ ঢেকে দিয়ে অন্য চোখ দিয়ে চার্টের প্রতিটি লাইন পড়তে বলুন। চার্টের শেষ কোন লাইনটি আপনার শিশু সঠিকভাবে পড়তে পারে তা দেখুন। সব সাইজের লেখা পড়তে পারছে কিনা তা দেখুন।
advertisement
7/7
৫- এবার, আপনার সন্তানের অন্য চোখ ঢেকে রেখে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। অন্য চোখের ফলাফল রেকর্ড একইভাবে লিখে রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Care: সন্তানের চোখ নিয়ে হেলাফেলা নয়! দৃষ্টিশক্তি ঠিকাছে তো? পরীক্ষা করুন নিজেই